সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

সেরা ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনাজলের কাব্য’।। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩ ৭:৪২ pm

আকাশজমিন প্রতিবেদক।। ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীত চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের তালিকা ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের এক প্রজ্ঞাপনে ২৭ শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে। ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনাজলের কাব্য’ এবার যুগ্মভাবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। সেরা নির্মাতা হয়েছেন ‘নোনাজলের কাব্য’ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মীর সাব্বির (রাতজাগা ফুল) ও সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা), যুগ্মভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)। ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চনকে আজীবন সম্মাননা প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

অন্যান্য শাখায় পুরস্কার পেয়েছেন—শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ধড়’(আকা রেজা গালিব), সেরা প্রামাণ্য চলচ্চিত্র ‘বধ্যভূমিতে একদিন’ (কাওসার চৌধুরী)। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য), পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী শম্পা রেজা (পদ্মাপুরাণ), খল চরিত্রে সেরা অভিনেতা মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)।

কৌতুক চরিত্রে সেরা অভিনেতা প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা), সেরা শিশুশিল্পী আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়), সেরা সংগীত পরিচালক সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন), সেরা গায়ক কে এম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ, পদ্মাপুরাণ), সেরা গায়িকা চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি, পদ্মাপুরাণ), সেরা গীতিকার গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা, যৈবতী কন্যার মন), সেরা সুরকার সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা, যৈবতী কন্যার মন), সেরা কাহিনিকার রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), সেরা চিত্রনাট্যকার নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি), সেরা সংলাপ রচয়িতা তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)।

সেরা সম্পাদক সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি), সেরা শিল্প নির্দেশক শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য), সেরা চিত্রগ্রাহক দলগত সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি), সেরা শব্দগ্রাহক শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর), সেরা পোশাক ও সাজসজ্জা ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য) এবং সেরা রূপসজ্জাকর দলগত মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)।

আকাশজমিন/এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD