সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

এবার মুক্তি পাচ্ছে সুমি শবনমের নতুন ধামাকা ‘আইলসা লাগে’

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩ ১২:৫৪ pm

আকাশজমিন প্রতিবেদক।। সুমি শবনমের সাড়া জাগানো ‘ভাল্লাগে’ গানের পর এবার নতুন ধামাকা ‘আইলসা লাগে’ শিরোনামে গান আজ ৩০ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬ টায় সৃষ্টি মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পাচ্ছে। ‘আইলসা লাগে’ শিরোনামের গানটি রচনার পাশাপাশি সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীত পরিচালনা করেছেন সজিব দাস। আর গানের চিত্রায়নে মডেল হয়েছেন নাট্যাভিনেতা নয়ন বাবু ও শায়লা সাথী। ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান। চিত্রগ্রহণ করেছেন সানি খান। সম্পাদনা ও কালার বিন্যাসে এস এম তুষার। আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বাদল শহীদ ও মেকআপ আর্টিস্ট ছিলেন দিগন্ত ওয়াহিদ।

এদিকে সৃষ্টি মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক তানিয়া আফরোজ মৌমিতা জানিয়েছেন আজ জাতীয় প্রেসক্লাবের বিপরীতে মেট্রো লাউঞ্জ পার্টি সেন্টারে এক মিডিয়া গেট টুগেদার অনুষ্ঠানের মাধ্যমে ‘আইলসা লাগে’ গানটির শুভ মুক্তি দেয়া হবে। প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি মাল্টিমিডিয়া আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। বিশেষ অতিথি থাকবেন নাট্য ব্যক্তিত্ব শহিদুল আলম সাচ্চু ও বিশিষ্ট ব্যবসায়ী এবি ফ্যাশন মেকারের চেয়ারম্যান সিআইপি সানাউল হক বাবুল। গানটির মডেল ও নাট্যাভিনেতা নয়ন বাবু ও শায়লা সাথী ছাড়াও এ গানের পারফর্মার আনোয়ার, তানিয়া আফরোজ মৌমিতা, বাদল শহীদ,খায়রুল আলম, বিজয় দত্ত,রাজু,সাইফুল,লতিফ খান, হেদায়েত উল্লা তুর্কি,বিজয়, আশরাফুল সহ আরো অনেকে উপস্থিত থাকবেন।

এর আগে গত বছরের ১১ জুলাই ভাল্লাগে নামে সুমি শবনমের ‘ভাল্লাগে’গানটি দর্শক নন্দিত হয়। ইতিমধ্যে ইউটিউবে যা ৪কোটির অধিক মানুষ দেখেছেন। ওই গানের পর প্রায় ৬ মাস সময় নিয়ে সুমি শবনের ‘আইলসা লাগে’ শিরোনামের গানটি মুক্তি পাচ্ছে সৃষ্টি মাল্টিমিডিয়া ইউটিউবে চ্যানেলে।

আকাশজমিন/এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD