আকাশজমিন প্রতিবেদক : রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে বাংলাদেশে প্রথম ‘স্মার্ট এগ্রো ল্যাব’ স্থাপন করা হয়েছে।
২৫ জানুয়ারি (বুধবার) স্মার্ট এগ্রো ল্যাবের ভিত্তি প্রস্তর স্থাপন করেনে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এবং দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
জানা যায়, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ ভূঁইয়ার অনুপ্রেরণায় ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কৃষিবিদ আহসান করিম ভুঁইয়ার পরিকল্পনায় ‘স্মার্ট এগ্রো ল্যাব’ স্থাপনের প্রথম উদ্যোগ গ্রহণ করা হয়।
কৃষি শিক্ষায় এমন প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা কৃষিবিষয়ে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে গড়ে উঠতে ‘স্মার্ট এগ্রো ল্যাব’ বিশেষ ভূমিকা রাখবে। তিনি এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
স্মার্ট এগ্রো ল্যাব স্থাপন বিষয়ে মূল পরিকল্পনাকারী কৃষিবিদ আহসান করিম ভুঁইয়া বলেছেন, ‘এটি স্থাপনের অন্যতম উদ্দেশ্য হলো- নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের স্মার্ট কৃষির আধুনিক কলাকৌশল হাতে-কলমে শিক্ষাদানের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়া’।
আকাশজমিন/এসআর