পঞ্চগড় সংবাদদাতা : গত বছরের মতো পঞ্চগড়ে আবারো শুরু হয়েছে টিউলিপ ফুলের চাষ। এ বছরও রাজসিক সৌন্দর্য ছড়াবে ভিনদেশি এই টিউলিপ এমনটাই আশা উদ্যোক্তাদের।
মঙ্গলবার থেকে জেলার তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়ায় বৃহৎ পরিসরে টিউলিপের চাষ শুরু হয়েছে। সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ও পরিচালক (প্রশাসন) সেলিমা আখতার ভার্চুয়ালি টিউলিপের বীজ বপনের উদ্বোধন করেন।
ইএসডিও’র উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবার দুই একর জমিতে ২০ জন নারী-পুরুষ উদ্যোক্তাদের নিয়ে চাষ করা হচ্ছে। গতবার উত্তরাঞ্চলে বেশ শীত থাকায় টিউলিপ চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রান্তিক ৮ জন নারী উদ্যোক্তাদের নিয়ে পরীক্ষামূলকভাবে টিউলিপ চাষ শুরু হয়।
টিউলিপ চাষে ব্যাপক সাফল্য পাওয়ায় এ বছর দুই একর জমিতে এক লাখেরও বেশি টিউলিপের বীজ রোপণের মধ্য দিয়ে শুরু হলো টিউলিপের চাষ। সংশ্লিষ্টরা মনে করছেন এ বছরও টিউলিপ চাষে যেমন অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে তেমনি পর্যটকদেরও ব্যাপক সমাগম ঘটবে।
মঙ্গলবার দুপুরে দর্জিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, ব্যাপক এলাকা নিয়ে জমি প্রস্তুতের মধ্য দিয়ে টিউলিপের বীজ রোপণ শুরু হয়েছে। জমিতে খন্ড খন্ড প্লট করে স্প্রে করে নেয়া হচ্ছে। কেউ লাঙ্গল দিয়ে লাইন টেনে যাচ্ছেন। লাইনের দুপাশে নারী-পুরুষরা মিলে টিউলিপের বীজ সারি সারি করে মাটিতে রোপণ করছেন। দুই থেকে তিন দিনের মধ্যে রোপণ শেষ হবে এবং রোপণের ২১-২৩ দিনের মধ্যে গাছে কলি আসতে শুরু করবে বলে জানিয়েছেন চাষিরা।
এ বছর তেঁতুলিয়ায় ১০ প্রজাতির টিউলিপ সৌন্দর্য ছড়াবে। প্রজাতি ও রংগুলো হচ্ছে- অ্যান্টার্কটিকা (সাদা), ডেনমার্ক (কমলা ছায়া), লালিবেলা (লাল), ডাচ সূর্যোদয় (হলুদ), স্ট্রং গোল্ড (হলুদ), জান্টু পিঙ্ক (গোলাপী), হোয়াইট মার্বেল (সাদা), মিস্টিক ভ্যান ইজক (গোলাপী), হ্যাপি জেনারেশন (সাদা লাল শেড) ও গোল্ডেন টিকিট (হলুদ)।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, দ্বিতীয়বারের মতো এবার দর্জিপাড়ায় টিউলিপ চাষ হচ্ছে। তবে এবার ব্যাপক আকারে চাষ করা হচ্ছে। ফুলটি চাষ করতে হলে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকা প্রয়োজন। সেক্ষেত্রে উত্তরের এ উপজেলায় কাঞ্চনজঙ্ঘা কাছে থাকায় এখানে বেশ শীত থাকে। এরকম শীতে টিউলিপ চাষে সুবিধা রয়েছে এবং বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে।
আকাশজমিন/এসআর