সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

বইমেলায় আমিনুল হক আমীনের ‘নাটক সমগ্র প্রথম খন্ড’

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩ ৮:৩৭ pm

আকাশজমিন প্রতিবেদক।। বাংলাদেশের গ্রুপ থিয়েটার অঙ্গনের অন্যতম থিয়েটার সংগঠন ‘মুক্তালয় নাট্যাঙ্গন’ এর প্রতিষ্ঠাতা দলপ্রধান, একনিষ্ঠ থিয়েটার কর্মী, একাধারে মঞ্চ, টেলিভিশন, বেতার ও চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা, নাট্যকার, নির্দেশক, প্রযোজক ও অভিনয় প্রশিক্ষক আমিনুল হক আমীনের লেখা সাতটি নাটক নিয়ে বিশেষ নাট্যগ্রন্থ ‘নাটক সমগ্র প্রথম খন্ড’ বইমেলা-২০২৩ উপলক্ষে প্রকাশ হয়েছে। মেলা শুরুর প্রথম দিন ১ ফেব্রুয়ারি থেকেই বইটি পাওয়া যাচ্ছে। মঞ্চ, টেলিভিশন ও বেতারের সাতটি নাটক নিয়ে একটি বই ‘নাটক সমগ্র প্রথম খন্ড’। নাটক সমগ্র বইটিতে মুখবন্ধ লিখেছেন মঞ্চ, টেলিভিশন ও বেতারের প্রখ্যাত অভিনয় শিল্পী, বীর মুক্তিযোদ্ধা ও অধ্যাপক জিয়াউল হাসান কিসলু। বইটি প্রকাশনা করেছে ‘মৃদুল প্রকাশন’। প্রকাশক বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক এম সহিদুল ইসলাম। প্রচ্ছদ করেছেন সম্রাট শাহজাহান। বইটির মূল্য রাখা হয়েছে ২৯০ টাকা।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রাণের মেলা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্য বহন করে নেয়ার বিস্তৃত মেলা অমর একুশে বই মেলা। প্রতি বছর প্রতিটি সাহিত্যপ্রেমী, সংস্কৃতি প্রেমী, শিল্পানুরাগী অপেক্ষা করে থাকেন এই মেলার মাসটির অপেক্ষায়। ১ ফেব্রুয়ারী ২০২৩ অমর একুশে বই মেলার উদ্বোধন হয়ে গেল। লেখক প্রকাশকের অপেক্ষার সমাপ্তি ঘটলো বই মেলার উদ্বোধনের মধ্য দিয়ে। বই আর বই। মেলায় উঠছে বহু লেখকের, বহু প্রকাশকের বহু বই। মেলায় সমৃদ্ধ হচ্ছে নানা বিষয়ের নানান ধরনের, নানান রঙের বই। কোনোটি গল্প, কোনোটি উপন্যাস, কবিতা, ছড়া, রান্না, খেলাধুলা, ভ্রমন কাহিনী ইত্যাদি ইত্যাদি কতো বিষয়ের উপর লেখা বই। এতোসব বাহারি বাহারি বইয়ের মধ্যে এসেছে আমিনুল হক আমীনের নাটকের বই ‘নাটক সমগ্র প্রথম খন্ড’। কয়েকটি নাটক নিয়ে ‘নাটক সমগ্র প্রথম খন্ড’ বইটি সাজানো হয়েছে। লেখকের আশা বইটি পাঠক সমাজে সমাদৃত হবে।

আকাশজমিন/এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD