আকাশজমিন ডেস্ক।। বিগত ৩০ বছর ধরে প্রচার হয়ে আসছে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। কি এমন জাদু আছে এই অনুষ্ঠানে যে, এত বছর ধরে মানুষ এই অনুষ্ঠান দেখে আসছে? এখনো ‘ইত্যাদি’ মানুষ দেখে?। ‘ইত্যাদি’ কি এখনও তাঁর সেই বৈশিষ্ট বা জৌলুসের অভিনবত্ব ধরে রাখতে পেরেছে? প্রশ্নের উত্তর হলো হ্যা। ‘ইত্যাদি’ তার বৈশিষ্ট গুণেই তার দর্শক ধরে রাখতে পেরেছে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট হলো নির্মল বিনোদন, বৈচিত্রপুর্ণ আয়োজন, মানবিক প্রতিবেদন এবং অবশ্যই নন্দিত ব্যক্তিত্ব হানিফ সংকেতের প্রাণবন্ত উপস্থাপনা। সেই কারণে জনপ্রিয় ‘ইত্যাদি’। আজও মানুষ সমানভাবেই ‘ইত্যাদি’ উপভোগ করে।
এদিকে নিয়মিত প্রচারের ধারাবাহিকতায় হিমালয়ের পাদদেশে অবস্থিত আঁকা বাঁকা সীমান্ত পরিবেষ্টিত বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের মুক্তিযুদ্ধের গৌরবদীপ্ত উপজেলা তেঁতুলিয়ায় ধারণ করা ‘ইত্যাদি’র একটি বিশেষ পর্ব পুনঃপ্রচার হবে আগামীকাল ৩ ফেব্রুয়ারি শুক্রবার। এদিন রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচার হবে। ২০২০ সালের জানুয়ারি মাসে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক মাঠে নদী ও ভূমি থেকে পাথর উত্তোলন, সমতল ভূমিতে চা বাগান, মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা এবং পঞ্চগড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মিত মঞ্চের সামনে লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয়েছিলো ‘ইত্যাদি’র এই পর্বটি।
বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্যর পাশাপাশি এই পর্বে রয়েছে পর্যটকদের জন্য আকর্ষণীয় এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলোর উপর তথ্য ভিত্তিক প্রতিবেদন। দেশের একমাত্র পাথরের জাদুঘর-রকস্ মিউজিয়াম এবং পঞ্চগড়ের সমতলে চা চাষের উপর রয়েছে দু’টি অনুসন্ধানী প্রতিবেদন। স্নায়ুবিক বিকাশগত সমস্যায় আক্রান্তদের উপর রয়েছে একটি মানবিক ও উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। রয়েছে ঠাকুরগাঁওয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী শিক্ষানুরাগী সুখী আক্তারের জীবন সংগ্রামের উপর একটি হৃদয়স্পর্ষী প্রতিবেদন।
এবারের ইত্যাদিতে পঞ্চগড় জেলা ও তেঁতুলিয়ার উল্লেখযোগ্য কিছু বিষয় নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, হানিফ সংকেতের সুর ও মেহেদীর সংগীতায়োজনে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন পঞ্চগড় ও তেঁতুলিয়ার প্রায় দেড় শতাধিক নৃত্যশিল্পী। অনুষ্ঠানে শীত বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে একটি ব্যতিক্রমধর্মী মনস্তাত্তি¡ক জাদু পরিবেশন করেন ম্যাজিক রাজিক। ইতোপূর্বে রাজিক বিদেশি বিভিন্ন চ্যানেলে জাদু প্রদর্শন করলেও দেশে ইত্যাদির এই পর্বের মাধ্যমেই তার অভিষেক হয়েছিলো।
অনুষ্ঠানে মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্র, দর্শকপর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রæপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে পুনঃপ্রচার হবে। যথারীতি এবারও ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
আকাশজমিন/এসএ