বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

নিপূণ-তিশা মুখোমুখী ।। শুক্রবার মুক্তি পাচ্ছে ‘ভাগ্য’ ও ‘বীরকন্যা প্রীতিলতা’

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:১৫ am

সাজু আহমেদ।। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিতর্কিত সাধারণ সম্পাদক নিপূন আক্তার অভিনীত ‘ভাগ্য’ নামে একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে শুক্রবার । চলচ্চিত্রটির শূটিং হয়েছিল বেশ কিছু আগে। এই চলচ্চিত্রে নিপূনের বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভিনেতা কাম প্রযোজক মুন্না। নিপূণ-মুন্না জুটির ‘ধূশর কুয়াশা’ নামে আরও একটি চলচ্চিত্র এর আগে মুক্তি পেয়েছিল। সেটি তেমন চলেনি। অন্যদিকে ছোট পর্দার অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রটিও আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে।

দুই অভিনেত্রী দুই জায়গার সফল। তাহলে একই দিনে দুই জনের চলচ্চিত্র মুক্তি পাওয়ায় কারটা বেশি দর্শকপ্রিয়তা পাবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। কেউ বলছেন বেশ কিছু দিনপর নিপুনের চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। দর্শকরা তাকে নতুন করে দেখার জন্য মুখিয়ে আছেন। আর তাছাড়া তিনি এখন শিল্পী সমিতির নেত্রীও। নেত্রী হিসেবে সফল বা ব্যর্থ যাই হোন না কেন আলোচিত সময়ে নতুন করে তিনি অভিনয়টা কেমন করলেন তাও দেখার বিষয়। যদিও চলচ্চিত্রটির শূটিং অনেক আগেই হয়েছে। তাও আবার অখ্যাত এক নায়কের বিপরীতে অভিনয় করেছেন নিপুন। সবমিলিয়ে নেত্রী নিপুনের অভিনয় দেখার অপেক্ষায় দর্শকরা। তবে অপেক্ষকৃত কম পরিচিত নায়ক প্রযোজক মুন্নার বিপরীতে তার রসায়নটা কেমন হয় সেটাও দেখার বিষয়। অন্যদিকে ছোট পর্দায় বেশ সফল অভিনেত্রী তিশা বড় পর্দাতেও বেশ কিছু চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় প্রতিভার জানান দিয়েছেন। নাটকের পাশাপাশি মোস্তফা সরয়ার ফারুকি পরিচালিত বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছেন। তার উপর আবার সাম্প্রতিক সময়ে ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আছেন। সেই তিশা অভিনীত ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রটি শুক্রবার মুক্তি পাচ্ছে। অবশ্য দুইজনেই তাদের নিজের চলচ্চিত্রের সাফল্য নিয়ে আশাবাদী। এখন দেখার বিষয় নিপূণ নাকী তিশা কার চলচ্চিত্রটি ভালো ব্যবসা করে। মুখোমুখি দাঁড়িয়ে কে বেশি সাফল্য পান, সেটাই বলবেন দর্শকরা।


তিশার ‘বীরকন্যা প্রীতিলতা’:
ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে ২০১৯-২০২০ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। চলচ্চিত্র দেশের মোট পাঁচটি সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আজ। অবশ্য নির্মাতা প্রদীপ ঘোষ জানান, প্রেক্ষাগৃহের বাইরে ইউজিসির নির্দেশে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো অর্থ ছাড়াই চলচ্চিত্র দেখানো হবে। পাশাপাশি সিনেমা হলে ছাত্রছাত্রীরা টিকিটের অর্ধেক দামে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবে। ‘বীরকন্যা প্রীতিলতা’য় তিশার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে মনোজ প্রামাণিক ছাড়া আরো অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। নতুন চলচ্চিত্র প্রসঙ্গে তিশা বলেন, এমন একটি চরিত্রে অভিনয় করতে পারা যেকোনো অভিনেত্রীর জন্য সম্মানের। ইতিহাস নির্ভর যেকোনো কাজ করতে ভালো লাগে। আর সেটি যদি নাম ভ‚মিকায় হয় তাহলে ভালো লাগা তো আরো বেড়ে যায়। যেহেতু কোনো ভিডিও ডকুমেন্ট আমাদের কাছে ছিল না, তাই প্রীতিলতাকে ধারণ করা চ্যালেঞ্জের ছিল। বই পড়ে চরিত্রগুলো আমাদের সবার ধারণ করতে হয়েছে। কতোটুকু পেরেছি সেটি দর্শক ভালো বলতে পারবে। তবে আমরা আমাদের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করেছি। চলচ্চিত্র শুধু দেশের কথাই বলবে না, এটি দেশের ইতিহাসের অনেক অজানা বিষয় তুলে আনবে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকল শ্রেণির মানুষ দেশের ইতিহাসের অনেক অজানা বিষয় জানতে পারবে।

নিপুণের ‘ভাগ্য’ : নতুন নির্মতা মাহবুবুর রশিদ প্রথম নির্মাণ ‘ভাগ্য’ চলচ্চিত্র জুটিবেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ও মুন্না। চলচ্চিত্রটির পরিবেশনা সংস্থা দি অভি কথাচিত্র জানায়, প্রথম সপ্তাহে ২১টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ভাগ্য’। পর্যায়ক্রমে দেশের প্রায় সবগুলো প্রেক্ষাগৃহে চলচ্চিত্র চালানো হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘ভাগ্য’। অজানাকে জানা, দেশপ্রেম ও সামাজিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’ চলচ্চিত্র। অবশ্য চলচ্চিত্রটি বেশ জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী অভিনেত্রী নিপূণ আক্তার। চলচ্চিত্র মুক্তি ও কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘অনেকদিন পর মুন্নার সঙ্গে কাজ করলাম। এতে আমাদের জুটির দারুণ কাজ হয়েছে। তাই বলব দর্শকরা দেখে বিনোদন পাবেন। ‘ভাগ্য’র ভাগ্য নিয়ে আমি আশাবাদী।’ হালিমা কথাচিত্রের ব্যানারে নিপুণ আক্তার ও মুন্না ছাড়া এতে আরো অভিনয় অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান প্রমুখ। চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা মো. মাহবুবুর রশিদ। সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস। এ চলচ্চিত্রের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, দিনাত জাহান মুন্নী, স্মরণ, কাজী শুভ, সুস্মিতা সাহা। সাংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার। এর আগে ২০১৮ সালে মুক্তি পায় নিপুণ-মুন্না জুটির সিনেমা ‘ধূসর কুয়াশা’। ‘ভাগ্য’ এই জুটির দ্বিতীয় চলচ্চিত্র। এখন দেখা যাক চলচ্চিত্রটি দর্শকদের কাছে কতটা আকর্ষণ করতে পারে। যেসকল সিনেমাহলে প্রথম সপ্তাহে ব্লকবাস্টার সিনেমাস (যমুনা), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), চিত্রামহল (ঢাকা), আনন্দ (ঢাকা) গীত (ঢাকা), বিজিবি (ঢাকা), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (সাভার, শ্রীপুর), চাঁদমহল (কাঁচপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), মনিহার (যশোর), পূরবী (ময়মনসিংহ), সুগন্ধা (চট্টগ্রাম), সংগীতা (খুলনা), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), রূপকথা (পাবনা), নন্দিতা (সিলেট), মোহন (হবিগঞ্জ) ও ছন্দা (হাসানাবাদ)।

আকাশজমিন/এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD