সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

কক্সবাজারে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩ ২:৩৫ pm

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার শহরের পশ্চিম বাহার ছড়া এলাকায় নিশাত আহমেদ নামের এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উন্নয়ন সংস্থা ( এনজিও) ইউএনডিপিতে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বাহার ছড়া এলাকার গফুর সওদাগরের ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্বার করে পুলিশ।

এদিকে এ মৃত্যু কে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তে মূল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। নিহত নিশাত আহমেদের বাড়ী চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকার বলে জানা গেছে। এদিকে স্থানীয় প্রতিবেশীদের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।

প্রতিবেশীরা আরও জানান, নিহত নিশাত আহমেদ এইএনডিপিতে চাকরি করেন। বিকেলের দিকেও তাকে তারা দেখেছেন।রাতে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। স্থানীয়রা কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

জানা গেছে, গত একমাস আগে গফুর সওদাগরের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় একটি বাসা ভাড়া নেন, নিশাত সেখানে একা থাকতো। বাড়ি মালিক জানান, তার কাছে নিশাতের কোন পরিচয় পত্র বা কোনো ধরনের কাগজ পত্র ভাড়াটিয়া চুক্তিনামা নেই।লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

 

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD