সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক তিন উৎসবে দর্শক মাতালো বগুড়া থিয়েটারের সদস্যরা

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৪৫ pm

আকাশজমিন ডেস্ক।। বাংলাদেশের স্বনামধন্য নাট্য সংগঠন বগুড়া থিয়েটার গত ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ নাট্য সফরে ছিল। এই সফরে বগুড়া থিয়েটার বেলডাঙা মুর্শিদাবাদে নেতাজীর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজী পার্ক সংস্থার আয়োজনে গ্রামীণ মেলার সুবর্ণ জয়ন্তী উৎসব, রানাঘাট নাট্যপ্রেমী আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসব, বিজয় গড় জ্যোতিষ রায় কলেজে দুই বাংলার নাট্য সেমিনারে ও রেডিও কোলকাতার স্টুডিও তে রেকর্ডিংয়ে অংশ গ্রহন করে।

এই সফরে বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যজন তৌফিক হাসান ময়না রচিত ও নির্দেশিত ‘ভাগীদার’ ও বিষ্ণু বসু রচিত ‘শান্তিরক্ষক’ নাটকের চারটি সফল মঞ্চায়ন করে। নাটক মঞ্চায়নের আগে প্রতিটি মঞ্চে বাংলাদেশের লোকজ গান ও কবিতার ফিউশান পরিবেশন করে অলক পাল ও সোবহানি বাপ্পী। নাটক দুটিতে অভিনয় করেন দ্বীন মোহাম্মদ দীনু, অলক পাল, সুপিন বর্মন, সোবহানি বাপ্পী, রবিউল করিম হৃদয়, মিজানুর নিয়ম, বায়েজিদ নিবিড়।

কোলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিজয় গড় জ্যোতিষ রায় কলেজের নিজস্ব মিলনায়তনে বাচিকশিল্পের রকমসকম ও রেডিও নাটকের একটা কর্মশালায় অংশ নেয় বগুড়া থিয়েটার। কর্মশালায় বিজয় গড় জ্যোতিষ রায় কলেজের সাংবাদিকতা ও গণ জ্ঞাপন বিভাগের শতাধিক সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অংশ গ্রহন করে। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন কনক কুমার পাল অলক।

বিজয় গড় জ্যোতিষ রায় কলেজের অধ্যক্ষ রাজশ্রী নিয়োগী কর্মশালা শুরুর পূর্বে বগুড়া থিয়েটারের নাট্যকর্মীদের বরণ করে নেন। দুই বাংলার সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মনোজাগতিক বিকাশকে ত্বরান্বিত করতে সমঝোতা স্মারক সাক্ষর করেন।

উল্লেখ্য বগুড়া থিয়েটারের ভাগীদার ও শান্তিরক্ষক নাটকের প্রত্যেকটি শোয়ের পর সেখানকার দর্শক গ্রীনরুমে বগুড়া থিয়েটারের নাট্যকর্মীদের ঘিরে ধরে তাদের উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করতো। অনেক দর্শক কান্নাভেজা কন্ঠে এক সময় যে দেশ ছেড়ে চলে গিয়েছে সেই শিকড়ের দেশ তৎকালীন পূর্ব বঙ্গের স্মৃতি চারণ করতো।

সফরকারী দলের নাট্যকর্মী অলক পাল জানান, বগুড়া থিয়েটারের এই নাট্যসফরের মাধ্যমে ওপার বাংলায় বাংলাদেশের নাটক, সংস্কৃতি ও সামগ্রিক বিষয়ে তুমুল আগ্রহ সৃষ্টি হয়েছে। এটি বগুড়ার প্রতিটি সংস্কৃতিকর্মী শুধু না, বগুড়ার প্রতিটি মানুষের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ।

আকাশজমিন/এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD