আকাশজমিন ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী রেলওয়ে কাঁচাবাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ছোটবড় মিলিয়ে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক দোকানদার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিল।
পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন যুগান্তরকে বলেন, ৫৬ জন ব্যবসায়ীর প্রায় ২৫ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেকের নগদ টাকাও পুড়ে ছাই হয়েছে।
কাউন্সিলর নুরুল আমিন বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই আমরা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আকাশজমিন/এসআর