আকাশজমিন প্রতিবেদক।। অমর একুশে গ্রন্থমেলায় বুধবার রেহানা পারভীনের প্রথম উপন্যাস ‘বারান্দানামা’র মোড়ক উন্মোচন করা হয়েছে । এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপন্যাসটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশের অন্যতম তরুণ মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট কলামিস্ট, নাট্যকার, নির্মাতা, অভিনেতা, প্রযোজক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: হেদায়েত উল্লাহ তুর্কী। বিশেষ এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএফ শাহিন কলেজের সাবেক সহকারী অধ্যাপক রিফাত আরা, সুপ্রিম কোর্টের আইনজীবী মো: এনামুল হক, লেখিকা চট্টগ্রাম বিএফ শাহিন কলেজের সিনিয়র শিক্ষক রেহেনা পারভীন, শ্রমিক নেত্রী শিলা। ২৮৮ পৃষ্ঠার ‘বারান্দানামা’ উপন্যাসটি সত্য ঘটনা অবলম্বনে হলেও গল্পের প্রয়োজনে গ্রামের নানা চরিত্র ফুটে উঠেছে।
এদিকে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে ‘বারান্দানামা’ উপন্যাসটির গল্প অবলম্বনে নির্মাণ করা হচ্ছে বিশেষ ধারাবাহিক নাটক। ধারাবাহিক নাটকটি শূটিংয়ের পর শীঘ্রই টেলিভিশনে প্রচার শুরু হবে বলে জানা গেছে। নাটকে বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরা অভিনয় করবেন। যা দর্শকদের জন্য অন্যতম এক চমক হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।
আকাশজমিন/এসএ