আকাশজমিন প্রতিবেদক।। অচিরেই আসছে বিশেষ নাটক ‘লুকোচুরি প্রেম’। বিশেষ নাটক ‘লুকোচুরি প্রেম’ রচনা করেছেন বাংলাদেশের অন্যতম তরুণ মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট কলামিস্ট, নাট্যকার, নির্মাতা, অভিনেতা, প্রযোজক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: হেদায়েতুল্লাহ তুর্কী। আর নাটকটি পরিচালনা করেছেন এই সময়ে মেধাবী তরুণ নির্মাতা কামরুল ইসলাম খান। রাফি-মাশরাফি মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘লুকোচুরি প্রেম’ নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো: হেদায়েত উল্লাহ তুর্কী, শফিক খান দিলু, শিশির সরদার, অধরা নিহারিকা, শামিম সরদার, মাটি মনির, মাশরাফি, শাহিন, রনিসহ আরো অনেকে। নাটকের সহকারি পরিচালনায় ছিলেন শাহিন উদ্দীন শাহিন। নাটকটি অচিরেই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। চ্যানেলে প্রচারের পর নাটকটি একটি স্বনামধন্য ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।
আকাশজমিন/এসএ