আমতলী (বরগুনা) সংবাদদাতা: ১৪ বছর পর আমতলী উপজেলার ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে উপজেলা বিএনপি আহবায়ক মোঃ জালাল উদ্দিন ফকির ও সদস্য সচিব তুহিন মৃধা ৭টি ইউনিয়ন বিএনপি কমিটি ঘোষনা করেছেন।
জানাগেছে, ২০০৯ সালে আমতলী উপজেলা বিএনপির ইউনিয়ন বিএনপি কমিটি করা হয়। এরপর গত ১৪ বছর পেরিয়ে গেলে। গত বছর অক্টোবর মাসে ৭ টি ইউনিয়নে বর্ধিত সভা করে উপজেলা বিএনপি। বর্ধিত সভার চার মাস পর বুধবার রাতে আমতলী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষনা করেছেন।
এতে গুলিশাখালী ইউনিয়নে আহবায়ক অ্যাড. জসিম উদ্দিন, সদস্য সচিব মোঃ ফারুক আকন, কুকুয়া ইউনিয়নে আহবায়ক আলহাজ্ব রুস্তম আলী আকন, সদস্য সচিব রাহাত তালুকদার, আঠারোগাছিয়া ইউনিয়নে আহবায়ক মোঃ ফারুক হোসেন মৃধা, সদস্য সচিব ডাঃ মোঃ জসিম উদ্দিন, হলদিয়া ইউনিয়নে আহবায়ক মোঃ জহিরুল ইসলাম লিমন হাওলাদার, সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম সেতু মল্লিক, চাওড়া ইউনিয়নে আহবায়ক রেজাউল করিম পান্না আকন, সদস্য সচিব মোঃ জুয়েল আজাদ, আমতলী সদর ইউনিয়নে আহবায়ক মোঃ জালাল উদ্দিন মৃধা, সদস্য সচিব মোঃ আবুল কালাম মৃধা, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে আহবায়ক মোঃ আমিনুল ইসলাম মৃধা ও সদস্য সচিব মোঃ মতিউর রহমান মানিককে করা হয়েছে। বুধবার রাতে উপজেলা বিএনপি’র আহবায়ক জালাল উদ্দিন ফকির ও সদস্য সচিব মোঃ তুহিন মৃধা এ কমিটি ঘোষনা শেষে অনুমোদন দেন।
আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা বলেন, গত অক্টোবর মাসে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা হয়। বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক ৭ টি ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, ২০০৯ সালের পর আর ইউনিয়ন কমিটি গঠন করা হয়নি। ১৪ বছর পরে কমিটি গঠন করা হয়েছে।
আকাশজমিন/এসআর