সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

কক্সবাজারে যুবকের মরদেহ উদ্ধার

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:১৭ pm

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের ঈদগাঁও এর জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়া এলাকা থেকে রক্তাক্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির।

তিনি জানান, এলাকাবাসীর মারফত খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরী করে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ইতোমধ্যে সিআইডি ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে রওনা দিয়েছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার ওসমান সরওয়ার জানান, তার বাড়ির পার্শ্ববর্তী এক বাড়ির সুপারী বাগানে ২৫/২৬ বছর বয়সী এক যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী তাকে খবর দেয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।মরদেহের পরিচয় ও ঘটনায় জড়িতদের সনাক্তকরণে কাজ চালিয়ে যাচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি সংস্থা।

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD