আকাশজমিন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রস্তুত—এমনটিই জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে অংশ নিতে যাবতীয় প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগের।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, আমরা বিএনপিকে প্রথম থেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে প্রতিযোগিতায় চেয়েছি। কিন্তু আমাদেরকে তারা বরাবরই শত্রুপক্ষ মনে করে আসছে। তারা গত এক বছর ধরে প্রকাশ্যে মাঠে আসছে। গত ডিসেম্বর থেকে তারা অনেক বড় বড় কথা বলছেন।
আওয়ামী লীগের শান্তি সমাবেশের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা সন্ত্রাসের আশঙ্কায় শান্তি সমাবেশ করছি। যতক্ষণ বিএনপি আন্দোলন করবে আমরা শান্তি সমাবেশ করব। তারা করে নয়াপল্টনে আমরা উত্তরায়। ১০ ডিসেম্বর তারা রাজধানীতে করেছে আমরা সাভারে করেছি।
সেতুমন্ত্রী বলেন, আমাদের দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা কোনো কর্মসূচি দিলে কিছু সংবাদমাধ্যম বিএনপির কথাটিকে বলে। বিএনপি বলছে পাল্টাপাল্টি। আমরা তো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছি না।
যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ প্রমুখ।
আকাশজমিন/এসআর