বাগেরহাট সংবাদদাতা ।। : সুন্দরবনে বাঘের কামড়ে আহত হয়ে বনবিভাগের ভয়ে লুকিয়ে গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা নিচ্ছিলেন কৃষক ফজলু গাজী (৬০)। পায়ে পচন ধরায় ৫দিন পরে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার তার পায়ে অস্ত্রপচার করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে ( ৭ ফেব্রুয়ারি) সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের বনে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে তিনি বাঘের আক্রমণের শিকার হন।
শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন খান জানান, উত্তর রাজাপুর গ্রামের ফজলু গাজী মঙ্গলবার বিকেলে তার বাড়ী সংলগ্ন ভরাট হওয়া ভোলানদী পার হয়ে সুন্দরবনের রবেরছিলা নাম স্থানে গরুকে ঘাস খাওয়াতে যায়। একটি রয়েলবেঙ্গল টাইগার তাকে আক্রমণ করে তার ডান পায়ে কামড় ধরে এ সময় ফজলু দৌড়ে নদীতে ঝাপিয়ে পড়লে নদীতে থাকা লোকজন বাঘকে তাড়া করে।
বাঘের কামড়ে আহত ফজলু বনবিভাগের ভয়ে লুকিয়ে গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা নিচ্ছিলেন। পায়ে পচঁন ধরায় শুক্রবার বিকেলে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন তিনি।
বাগেরহাট জেলা হাসপাতালের পরিচালক ডাঃ অসীম কুমার সমাদ্দার মুঠোফোনে বলেন, বাঘের কামড়ে আহত ফজলু গাজীর ডান পায়ে শনিবার দুপুরে অপারেশন করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বাঘের কামড়ে কেউ আহত হবার খবর তার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আকাশজমিন/এসআর