আকাশজমিন প্রতিবেদক।। এই সময়ের তরুণ নাট্যকার ও গীতিকবি রাজীব মণি দাসের জন্মদিন আজ ১৩ ফেব্রুয়ারি। বর্তমানে তিনি নাট্যকার সংঘ-’র দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি শতাধিক একক নাটকের পাশাপাশি ডজনের ওপরে ধারাবাহিক নাটকের রচয়িতা। এছাড়া গীতিকবি, ছোট গল্প, কবিতা ও উপন্যাসও লিখেন তিনি।
সমসাময়িক বিষয়াদি নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনেও লেখালেখি করেন। তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি কখনো একই গল্প রিপিট করেন না। অর্থাৎ একটি থেকে অন্যটি আলাদা বৈশিষ্ট্য সম্বলিতভাবে লিখে থাকেন।
রাজীব মণি দাস ডিরেক্টর গিল্ডস-এর সদস্যও। তিনি মাঝে মাঝে ভালো কিছু নাটকও নির্মাণ করে থাকেন। তার কনসেপ্ট ও পরিচালনায় অসংখ্য বিজ্ঞাপন ইতোমধ্যে নির্মিত হয়েছে। অটিজম শিশুদের নিয়ে তার পরিকল্পনা বিষদ। তিনি অটিজমের ওপর লিখছেন, এবং ভবিষ্যতে আরও ব্যাপক সচেতনতামূলক কল্প-কাহিনি লিখতে চান।
নাট্যকার হিসেবে ব্যাপক পরিচিতি পেলেও তার বেশিরভাগ লেখাই গ্রামমুখী। তিনি গ্রামের নাটক লিখতে বেশি পছন্দ করেন। এ প্রসঙ্গে নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘মা-মাটি-মানুষ এ নিয়েই তো সমাজ, দেশ। আর আমার বেড়ে উঠা যেহেতু গ্রামে, সেহেতু গ্রামের প্রতি আমার আবেগ-আকাক্সক্ষা সবসময়ই বেশি থাকে।’
তাঁর লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে- ‘তাহার জন্য আর কোনো চিন্তা নাই’, বিজ্ঞানভিত্তিক সৃষ্টিশীল শিশুতোষ উপন্যাস ‘মি. ব্রেইন’, রোমান্টিক প্রেমের গল্প- ‘একপশলা বৃষ্টি’ এবং পথশিশুদের জীবনভিত্তিক আবেগঘন গল্প- ‘বাবা’।
শুধু নাটক কিংবা সংস্কৃতি অঙ্গনই নয়, যেকোনো সামাজিক অনুষ্ঠান, মানুষের বিপদ-আপদে এগিয়ে যাওয়া, অসুস্থ রোগীর প্রতি সহযোগীতার হাত বাড়ানো, নিয়মিত রক্তদান ইত্যাদি কর্মকান্ডের সঙ্গেও তিনি যুক্ত। এমন মহৎ ব্যক্তির জন্মদিন ফিরে আসুক বার বার। শুভ জন্মদিন রাজীব মণি দাস।
আকাশজমিন/এসএ