সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

বিরতির পর শিল্পী ধ্রুব গুহর নতুন গানচিত্র ‘দাগা’ প্রকাশ হচ্ছে আজ

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৭ am

আকাশজমিন প্রতিবেদক।। বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে ধ্রুব জ্যোতির মতই উজ্জ্বল সঙ্গীত ব্যক্তিত্ব, সঙ্গীতশিল্পী ও প্রযোজক ধ্রুব গুহ। তাঁর ক্ষেত্রে বলা হয়, তিনি এলেন, গাইলেন এবং যথারীতি জয় করলেন দর্শক শ্রোতাদের মন। তারও আগে একজন মানবিক মানুষ হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। পাশাপাশি শিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরুতেই ‘শুধু তোমার জন্য’, ‘যে পাখি ঘর বোঝে না’ ‘আদরে রাখিও বন্ধু’র মতো শ্রুতিমধুর গান দিয়ে শ্রোতাদের মনে ভালোবাসার আসন করে নিয়েছেন তিনি।

তারপর একে একে ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’ এবং ‘তোমার উঁকিঝুঁকি’ গানে সেই ধারাবাহিক কণ্ঠের জাদু দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। পাশাপাশি গানের গল্পের সাথে মিল রেখে ভিডিও নির্মাণের মাধ্যমে শ্রোতা-দর্শকদের মনের ঘরে বিচরণ করেই চলছেন এই কণ্ঠশিল্পী।

একজন সঙ্গীত প্রযোজক হিসেবে অন্য শিল্পীদের নানা প্রমোট করলেও তাঁর নিজের গান অনেকদিন ধরেই পাচ্ছিল না তাঁর শ্রোতা-ভক্তরা। ভক্ত-শ্রোতাদের সেই অপেক্ষার প্রহর এবার শেষ হচ্ছে। ভালোবাসা দিবস উপলক্ষে আজ ১২ ফেব্রুয়ারি রোববার আসছে কণ্ঠশিল্পী ধ্রুব গুহ’র নতুন গান ও ভিডিওচিত্র ‘দাগা’। গানটি রচনা ও সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। সিনেআর্ট প্রোডাকশনের ব্যানারে গল্পনির্ভর এই ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গল্প লিখেছেন মৌমিতা বিশ্বাস। ভিডিওতে অভিনয় করেছেন আকাশ ও রিয়া। আর বিশেষ চরিত্রে আছেন তামুর। আছে ধ্রুব গুহর উপস্থিতিও। ভালোবাসা দিবসের আগেই আজ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটি। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) কর্তৃপক্ষ জানায়, গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শোনা যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।

দীর্ঘ বিরতির পর নতুন গান প্রকাশ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, আরও আগেই আমার নতুন গান ‘দাগা’ প্রকাশ পাওয়ার কথা ছিল কিন্তু পেছনের দুই বছর আমরা একটা দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে পার করেছি। সত্যি বলতে সবারই চোখে মুখে ছিলো উৎকণ্ঠা, উদ্বেগ। মরণঘাতী করোনা ভাইরাস আমাদের থমকে দিয়েছিল। তাই একটা দীর্ঘ বিরতি নিতে হয়েছে। তাছাড়া শ্রোতাদের নিয়ে একটু ভাবনা চিন্তা তো ছিল-ই। সঙ্গীত ব্যক্তিত্ব ধ্রুব গুহ আরও বলেন, শ্রোতাদের কথা চিন্তা করেই একটা শ্রুতিমধুর গান উপহার দিচ্ছি। সহজ কথায় সহজ সুরের একটি গান ‘দাগা’। আমার আগের গানগুলো যেভাবে শ্রোতারা আপন করে নিয়েছেন, এখনো নিচ্ছেন। আমি আশা করছি আমার এই নতুন গানটিও তারা সেভাবেই আপন করে নেবেন।

আকাশজমিন/এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD