বাউফল(পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর বাউফলে ৭০জন দুস্থ নারী পুরুষের মাঝে অনুদানের চেক বিতরণ করেন স্থানীয় এমপি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ।
রোববার (১২ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ হল রুমে ওই অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থবছরের স্থানীয় এমপির ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার ৭০জন দুস্থ নারী পুরুষের মাঝে ২লাখ ৫০হাজার অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়জেদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সামসুল আল মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান ও জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সিরাজ প্রমূখ।
আকাশজমিন/এসআর