শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের তালিবপুর গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক এ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা যায়, উপজেলার দেউলী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আব্দুল বাকির পরিবার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়লে আকস্মিক ভাবে তার বাড়ীতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
এঘটনায় ফায়ার সার্ভিস ইনচার্জ বেলজার হোসেন জানান, ঘটনাটি ফায়ার ষ্টেশন সার্ভিস থেকে ২৫ কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল। ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স কার্যালয়ে যোগাযোগ না করায় আমরা ঘটনাস্থলে না গেলেও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।
এব্যাপারে এলাকাবাসী জানান, আমাদের এলাকার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক ব্যক্তিগত উদ্যোগে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। অগ্নিকান্ডে তার প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে।
আকাশজমিন/এসআর