সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

উত্তরার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বর্ণাঢ্য আয়োজনে ‘ফাগুন উৎসব’

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১:৫৯ pm

আকাশজমিন প্রতিবেদক।। রাজধানী উত্তরার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বর্ণাঢ্য আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিলো উত্তরা আর্টিস্ট এসোসিয়েশন গত ৩০ মাঘ, ১৩ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘ফাগুন উৎসব’ শীর্ষক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি । এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনে ছিল মন মুগ্ধকর সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক মঞ্চায়ন, বাদ্য বাদন এবং উপস্থিত অতিথি দর্শকদের নানা আবিরে রাঙিয়ে রঙীন হওয়ার চেষ্টা।
ঢাকা মহানগর উত্তর জনপদের শিল্পী, সংস্কৃতিকর্মী ও সাংস্কৃতিক সংগঠনগুলো নিয়ে গঠিত উত্তরা আর্টিস্ট এসোসিয়েশনের ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের বিশেষভাবে নজর কেড়েছে। আয়োজনটি দারুণ উৎফুল্লতার সঙ্গে উপভোগ করেছেন স্থানীয়রা।

এসোসিয়েশন সুত্রে জানা গেছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জয়দেব কুমার ভদ্র এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মুক্তমঞ্চের উদ্যোক্তা এবং উত্তরা আর্টিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব আমিন মিঠু।

এ প্রসঙ্গে সংস্কৃতিজন মাহবুব আমিন মিঠু বলেন অসাম্প্রদায়িক দেশ গঠনে নব প্রজন্মের মাঝে বাংলার ঋতুরাজকে পরিচয়ের পাশাপাশি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রতি নব প্রজন্মকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ‘ফাগুন উৎসব’ এর আয়োজন করা হয়। আয়োজনে বরাবরের মত সর্বশ্রেনী ও পেশার মানুষের অংশগ্রহণ আমাদের বিশেষভাবে পুলকিত করেছেন। পাশাপাশি এই আয়োজনে পাশে থাকার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আশা করি আমাদের এই ধরণের আয়োজনের ধারাবাহিকতায় বজায় রাখতে পারবো।

আকাশজমিন/এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD