রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

দিল্লীতে আন্তর্জাতিক নাট্য উৎসবে যাচ্ছে চন্দ্রকলা থিয়েটারের ‘দ্বৈত মানব’

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ২:০৫ pm

আকাশজমিন প্রতিবেদক।। আগামী ২৫ফেব্রুয়ারি দিল্লীর অল ইন্ডিয়া রিয়েল ফর কালচারাল এডুকেশনাল সোসাইটির আমন্ত্রণে ‘দ্বৈত মানব’ নাটক নিয়ে অংশগ্রহন করবে বাংলাদেশের তারুণ নির্ভর নাট্য সংগঠন চন্দ্রকলা থিয়েটার। দলসুত্রে জানা গেছে দিল্লীর রাজীব গান্ধি মঞ্চে নাটকটির মঞ্চায়ন হবে। ‘দ্বৈত মানব’ নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন এইচ আর অনিক। আর নাটকের বিভিন্ন অভিনয় করেন এইচ আর অনিক, বাধন,এস এম অঙ্গন,মাসুম, নাহিয়ান। নাটকের লাইট এম এ রহিম, মিউজিক আবুল কালাম,সেট নাজমুল রাজিব।

‘দ্বৈত মানব’ নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে একটি সম্পর্কের উত্থান পতনকে কেন্দ্র করে। তৃতিয় পক্ষ একটি সুসর্ম্পককে কিভাবে ধংশ করে দেয় তার চিত্র তুলে ধরা হয়েছে ‘দ্বৈত মানব’ নাটকটির মধ্যে। স্বামি- শান্ত ও স্ত্রী- শিউলি তাদের বিয়ে হয়েছে ৬ বছর। শান্ত পেশায় একজন লেখক। একুশে বই মেলার জন্য প্রকাশকরা উপন্যাস লেখার অর্ডার দেন শান্তকে। কিন্তু শান্তর হঠাৎ করে লেখা বন্ধ হয়ে যায়। উপন্যাস লেখার প্লট খুজে পায় না শান্ত। প্রকাশকরা ফোন করছে কবে নাগাত পান্ডুলিপি তাদের হাতে দিবে। কিন্তু শান্ত তাদেরকে কথা দিতে পারছেনা কারন তার কোনো ভাবেই লেখা বের হচ্ছে না। এই পরিস্থিতির মধ্যেও শিউলি শান্তর সাথে নানা বিষয় নিয়ে ঝগড়া করে। নানা অভিযোগে জর্জরিত করে শান্তকে। ঝগড়ার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে ।

নাটকীয়তার মধ্যে দিয়ে ইতিহাস থেকে আগমন ঘটে ইতিহাসের ভয়ংকর ভিলেনদের। তারা তৃতীয় পক্ষ হয়ে শান্ত- শিউলির সম্পর্কের মধ্যে প্রবেশ করে। সেই তৃতীয় পক্ষ হচ্ছে হিটলার, মিরজাফর এবং ঘষেটি বেগম। ঘটনা ক্রমে শান্ত- শিউলি ভিলেনদেরকে তাদের নিজ নিজ পক্ষে নিয়ে নেয়। হিটলার, মিরজাফর, এবং ঘষেটি বেগম শান্ত- শিউলির সর্ম্পকের মধ্যে তাদের কুট বুদ্ধির প্রয়োগ করে। ইতিহাসের ভিলেনদ্বয় তাদের নিজ নিজ চরিত্র অনুযায়ি তাদের কুট চেহারা প্রকাশ করে। নানা ভাবে প্ররোচনা দেয় শান্ত শিউলিকে। মাকড়শার জাল বিছায় তারা। সেই ফাঁদে পা দেয় শান্ত শিউলি। ঘটে নানান অকল্পনীয় ঘটনা। মহূর্তেই শান্ত শিউলি একজন আরেক জনের শত্রু হয়ে যায়। অস্তিত্ব সংকট মেটাতে নানান রকমের পদক্ষেপ নেয় তারা। এভাবেই বিচিত্র ঘটনার মধ্যে দিয়ে ‘দ্বৈত মানব’ নাটকের কাহিনি এগিয়ে যায়।

আকশজমিন/এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD