কিশোরগঞ্জ সংবাদদাতা: এখন আর আগের দিন নেই খবর পড়তে কেউ আর প্রিন্ট পত্রিকার জন্য অপেক্ষা করে না। তাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে ঢাকা পোস্ট অগ্রণী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ঢাকা পোস্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মেয়ের মাহমুদ পারভেজ বলেন, গত দুই বছরে ঢাকা পোস্ট যা দেখিয়েছেন অনেকই তা অনেক বছরেও করতে পারেনি। মাত্র ২ বছরে ঢাকা পোস্ট জনপ্রিয়তা ও আস্তার গণমাধ্যম হিসেবে মানুষের হৃদয়ে ঠাঁই পেয়েছে। সংবাদে বস্তুনিষ্ঠতার কারণে এ নিউজ পোর্টালটি অনেক এগিয়ে রয়েছে। এছাড়াও ঢাকা পোস্ট কিশোরগঞ্জের সকল খবর সবার আগে দেয়ার চেষ্টা করেছে। ঢাকা পোস্টের এ জনপ্রিয়তার ধারা অব্যাহত থাকুক সেই আশাই করছি।
ঢাকা পোস্টের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সময় টিভির নিজস্ব প্রতিবেদক নূর মোহাম্মদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাইফউদ্দীন আহমেদ লেনিন, মানবজমিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসেন রনি, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান মিলন, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি শরীফুল আলম, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি বাবুল আহামেদ, দৈনিক জনবানীর স্টাফ রিপোর্টার এম এ আজিজ, দেশ টিভির জেলা প্রতিনিধি টিটু দাস, মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পলাশ, আরটিভির জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার ভূইয়া, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন, চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি খাইরুল আলম ফয়সাল, বাংলাদেশের কণ্ঠের জেলা প্রতিনিধি শফিক কবির, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফত আলী, বিডি ক্লিনের জেলা সমন্বয়ক মোহাম্মদ এনামুল হোক হৃদয়, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব হাসান, দ্যা সাউথ এশিয়ান টাইমস জেলা প্রতিনিধি মনির হোসেন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মেরাজ নাছিম, সময় টিভির চিত্র সাংবাদিক শরীফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এ সময় গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আকাশজমিন/এসআর