আকাশজমিন প্রতিবেদক।। আমিনুল হক আমীনের ‘নাটক সমগ্র প্রথম খন্ড’ বইয়ের মোড়ক উন্মোচন হয়ে গেল গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায়। এদিন বাংলা একাডেমির অমর একুশে বই মেলার সোহরাওয়ার্দী উদ্যানস্থ গ্রন্থ উন্মোচন মঞ্চে বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার আমিনুল হক আমীনের ‘নাটক সমগ্র প্রথম খন্ড’ বইটির মোড়ক উন্মোচন করেন বিশিস্ট রাজনীতিবিদ জাতীয় সংসদের সংসদ সদস্য লুৎফুন্নেসা খান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল চন্দন রেজা, মৃদুল প্রকাশনের প্রকাশক বিশিস্ট কবি, সাংবাদিক ও গবেষক এম সহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রচার সম্পাদক মাসুুদ আলম বাবু, প্রশিক্ষন সম্পাদক অভিজিৎ সেন গুপ্ত, কার্যকরি সদস্য এইচ আর অনিক, গ্রুপ থিয়েটার ব্যক্তিত্ব অশোক রায় নন্দী, খন্দকার আনোয়ার, মীর জাহিদ, জিয়াউল হাসান জিয়া, দীন ইসলাম শ্যামল, ওয়াহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, বিশিস্ট অভিনয় শিল্পী পাপিয়া পুতুলসহ অসংখ্য নাট্য ব্যক্তিত্ব, সংস্কৃতি ও সাহিত্যানুরাগী।
আকাশজমিন/এসএ