আকাশজমিন প্রতিবেদক।। বাংলাদেশের থিয়েটার অঙ্গনের অত্যন্ত নবীন এবং তারুণ্য নির্ভর নাট্য সংগঠন মেঠোপথ থিয়েটারের চতুর্থ প্রযোজনা ‘মলুয়া’ নাটকের পঞ্চম প্রদর্শনী হবে আজ। মেঠোপথ থিয়েটারের দলীয় প্রধান শামীমা আক্তার মুক্তা জানিয়েছেন আজ শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির বিশেষ মঞ্চায়ন হবে। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে মু. আনোয়ার হোসেন রনির নবনাট্যায়নে নাটকটি নির্দেশনা দিয়েছেন এই সময়ের প্রতিভাবান নিদের্শক জয়িতা মহলানবীশ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নাইরুজ সিফাত, রবিন বসাক, শামসুন নাহার বিউটি, জয়িতা মহলানবীশ, শামীমা আকতার মুক্তা, পি কে ফজল, নাইরুজ তিথি, মোঃ হাসিব, মোঃ সুজজামাসহ আরও অনেকে। যন্ত্র শিল্পী বিমল দাশ, শরীফ মাহমুদ,রোকন স্বপন ও লিটন ।
‘মলুয়া’ নাটকের সংগীত পরিকল্পনায় শিশির রহমান, তাওহিদুল আলম প্রতিক,তানজিদা নিঝুম। কোরিওগ্রাফি ফেরদৌস হাসান, রবিন বসাক সেট ও লোগো মুজিবুল হক, প্রপস্ হৃদয় বড়ুয়া লাইট: মোঃ মোখলেছুর রহমান পোশাক শামীমা আক্তার মুক্তা। নাটকটি মঞ্চায়নে সহযোগিতায় ড.আইরিন পারভীন লোপা, শামীমা শওকত লাভলী, মোশাররফ হোসেন টুটুল ও মোঃ খোরশেদুল আলম।
প্রসঙ্গত গত বছরের ৩০ ডিসেম্বর ‘মলুয়া’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর দেশে বিদেশে নাটকটির আরও তিনটি প্রদর্শনী হয়েছে। এরই মধ্যে নাটকটি বেশ আলোচনায় এসেছে।
আকাশজমিন/এসএ