সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

স্বর্ণ কম আনা নিয়ে মারামারি, বউ না নিয়েই ফিরল বরপক্ষ

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ২:৫২ pm

আকাশজমিন ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে স্বর্ণালঙ্কার কম দেওয়া নিয়ে বর ও কনে পক্ষের মারামারিতে ৬ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের তোতা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আলামিন হোসেন, শাহনাজ আক্তার, রফিকুল ইসলাম ও আরিফ হোসেন। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।

কনের বাবা তোতা মিয়া জানান, তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের সাঈদ ফকিরের ছেলে রাকিব ফকিরের সঙ্গে গত ১৪ ফেব্রুয়ারি তার মেয়ের বিয়ে হয়। শুক্রবার কনেকে তুলে নেয়ার কথা ছিল। ওইদিন বরপক্ষ থেকে ৬০ জন মেহমান আসার কথা থাকলেও তারা ১২০ জন নিয়ে আসেন। এছাড়া কনেকে ৫০ হাজার টাকার স্বর্ণালঙ্কার দেওয়ার কথা থাকলেও অনেক ছোট একটি চেইন নিয়ে আসে বরপক্ষ। এ নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মারামারির শুরু হলে উভয়পক্ষের ৬ জন আহত হন। এ সময় ঘরের আসবাবপত্র ও ডেকোরেশনের চেয়ার টেবিল ভাঙচুর করে বরপক্ষ।

বরের বাবা সাঈদ ফকিরের বলেন, কনেপক্ষের লোকজন আমাদের সঙ্গে আসা মেহমানদের পিটিয়ে আহত করেছে। এছাড়া নারী স্বজনদের স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে। তাই কনে না নিয়েই চিকিৎসা নিয়ে বাড়ি চলে এসেছি।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, উভয়পক্ষ থানায় এসে পৃথক অভিযোগ দিয়েছেন। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD