আকাশজমিন প্রতিবেদক ।। একুশ ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার ঐতিহাসিক দিন। একুশ ফেব্রুয়ারি এখন আর শুধু আমাদের মাতৃভাষা দিবস নয়। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানসূচী সেজেছে বিশেষ আয়োজনে।
জাতীয় গণমাধ্যমটির পরিচালক(অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন,‘ একুশ বাঙালির প্রেরণার উৎস। বিশ্বের বুকে বাঙালিই একমাত্র জাতি, যারা মায়ের ভাষার অধিকার আদায়ে প্রাণ দিয়েছে। একুশের ধারাবাহিকতায় বিশ্ব মানচিত্রে জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ। এ দিবসে আমাদের অনুষ্ঠানমালায় রয়েছে বিশেষ বিশেষ আয়োজন।’
জগদীশ এষ জানান দিনব্যাপি সম্প্রচারিত অনুষ্ঠানমালায় রয়েছে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘অহংকারের একুশ’, বিশেষ সংগীতানুষ্ঠান ‘বর্ণমালা’, শিশুতোষ অনুষ্ঠান, প্রামাণ্যানুষ্ঠান ‘একুশ মানে মাথা নত না করা’, স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তির অনুষ্ঠান, বাংলা ভাষায় বিদেশীদের অংশগ্রহণে বিশেষ আলোচনানুষ্ঠান, নৃত্যনাট্য ‘আমার বর্ণমালা’, আলোচনানুষ্ঠান ‘কথা সাহিত্যে অমর একুশ’ ও একুশের বিশেষ নাটক ‘ভুল সিদ্ধান্ত’। আর অনুষ্ঠানের মাঝে মাঝে ফিলার হিসেবে প্রচার করা হবে ভাষার গানের চিত্রায়ণ ও গ্রাফিক্স কোটেশন। এছাড়াও একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। সকাল ৬টায় সরাসরি সম্প্রচার করা হবে প্রভাতফেরির অনুষ্ঠান।
বিশেষ নাটক ‘ভুল সিদ্ধান্ত’ : ২১ ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে(বিটিভি) প্রচার হবে একুশের বিশেষ নাটক ‘ভুল সিদ্ধান্ত’। হাসান রেজাউলের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সুষমা সরকার, সাবেরী আলম, মনিরুজ্জামান মনি, শামীম শিশির, সুবাইদা, আশরাফুল আলমসহ আরো অনেকে। নাটকের কাহিনী গড়ে উঠেছে সন্তানকে স্কুলে ভর্তি করানোকে কেন্দ্র করে। মায়ের ইচ্ছা মেয়ে পড়বে ইংরেজি মাধ্যমে আর বাবার ইচ্ছা বাংলা মাধ্যম স্কুলে। এ নিয়ে বাবা-মায়ের নিত্যদিনের ঝগড়ায় ছোট্ট প্রীতির মনে এক ধরনের চাপ সৃষ্টি হয়। অবশেষে মায়ের ইচ্ছানুযায়ী ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করানো হয় প্রীতিকে। কিন্তু ইংরেজি ভীতির কারণে পরীক্ষায় সে খারাপ রেজাল্ট করে। তাই বাবা-মায়ের কাছে প্রচন্ড বকা খেয়ে প্রীতি অজ্ঞান হয়ে পড়ে। এ অবস্থায় ডাক্তারের কাছে নিলে ডাক্তার জানায়, মানসিক চাপের কারণে প্রীতির এই দুরবস্থা। এদিকে স্কুলের প্রধান শিক্ষিকা প্রীতির বাবা-মাকে বোঝান, সবার আগে মাতৃভাষা ভালো করে জানতে হবে। কারণ আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি। আমাদের ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করেছে। তাই আমরা যে মাধ্যমেই পড়াশোনা করি না কেন সবার আগে মাতৃভাষা। এভাবেই এগিয়ে যায় নাটকের ‘ভুল সিদ্ধান্ত’ গল্প।
আকাশজমিন/এসএ