আকাশজমিন প্রতিবেদক।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নাটক মঞ্চায়নের লক্ষে ভারতের ত্রিপুরা গেছে বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন পদাতিক নাট্য সংসদ। দল সুত্রে জানা গেছে ভারতে দক্ষিন ত্রিপুরার বিলোনিয়া প্রেস ক্লাবের আমন্ত্রনে বিলোনিয়ার শচিন দেববর্মন অডিটোরিয়ামে ‘গুণজান বিবির পালা’ নাটক মঞ্চায়ন করবে পদাতিক নাট্য সংসদ। সংগঠনের সাধারণ সম্পাদক মমিনুল হক দীপুর নেতৃত্বে ১৯ সদস্যের একটি দল আজ ২০ ফেব্রুয়ারি বিলোনিয়ার উদ্দ্যশ্যে যাত্রা করেছে।
সায়িক সিদ্দিকী রচিত ও নির্দেশিত ‘গুণজান বিবির পালা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন-মমিনুল হক দীপু, শামছি আরা সায়েকা, মসিউর রহমান, আমানুজ্জামান, শাখাওয়াত শিমুল, পাপিয়া, সালমান শুভ, চমক তারা, ইমরান খান, ওয়াহিদ জিতু, শরিফুল ইসলাম, জবা, জেনি, জিয়া।নাটকের সঙ্গীত-মজিবুর রহমান, সেলিনা খান, নাসির, সিমি। আলোক প্রক্ষেপন- জাবেদ পাটোয়ারী
‘গুণজান বিবির পালা’ নাটকের কাহিনীতে দেখা যায় একটি থিয়েটার দল। যার কিনা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে পথচলা দীর্ঘদিনের। সেই দলের প্রধান, নাটক প্রেমিক। নাটকের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে রাজী তিঁনি। দলটির একটি নাটক ‘পালা’ আকারে মঞ্চায়ন করা হবে, যা সাত ভাই চম্পা অবলম্বনে ‘গুণজান বিবির পালা’ নামে দর্শকদের কাছে মঞ্চায়িত হবে। তবে এ কার গল্প তুলে ধরা হল আপনাদের কাছে? এ কোন গুণজান এসে দাড়ালো আপনাদের মাঝে?
নাটকের নির্দেশক বলেন এই নাটকে অনেকটা অংশ আমরা ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে করার চেষ্টা করেছি। যে পালা থাকে গ্রামের আসরে, বয়াতিদের এক শৈল্পিক নাট্য বয়ানে। শুধু তাই নয়, নাটকটিতে পালা ছাড়াও কাওয়ালি, পুঁথি আরও অনেক লোকজ দিক তুলে ধরা হয়েছে। সেই শিল্পের আঙ্গিক কয়েক মাস পরিশ্রম করে পদাতিক নাট্য সংসদের নাট্য বন্ধুরা স্পর্শ করার চেষ্টা করেছে। আমাদের সবার পরিশ্রমের মাধ্যমে তুলে আনা কাজটি ইতোমধ্যে দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। আমরা মনে করি আমাদের প্রচেষ্টা সার্থক।
আকাশজমিন/এসএ