শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৩ এর সহযোগীতায় অভিযান চালিয়ে শনিবার ভোর রাতে ঢাকার আশুলিয়া জিরাবো এলাকার একটি ভাড়া বাসা থেকে ধর্ষণ মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে।
আটককৃত আসামী মিনহাজুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামি মিনহাজুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার বৈকুন্টপুর গ্রামে তাঁর মামা মো. আব্দুল লতিফ’র বাড়িতে অস্থায়ী ভাবে বসবাস করে আসছিলেন।
মামলা সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানার মামলা নং জিআর ১৫৯/০৭, ধর্ষণ মামলায় গত ২০২০ সালে আসামি মিনহাজুল ইসলামকে জেলা বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালত যাবজ্জীবন সাজা প্রদান করেন। মিনহাজুল যাবজ্জীবন সাজার সংবাদ পেয়ে ঢাকায় আত্মগোপন করে ছিলেন।
সাজা পরোয়ানা থানায় আসার পর শিবগঞ্জ থানা পুলিশ তথ্য প্রযুক্তি ও বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার প্রেক্ষিতে আটককৃত আসামিকে বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আকাশজমিন/এসআর