শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা: শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।
রবিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ঢাকায় বিএনপি-জামাত পদযাত্রার নামে সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল শিবগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি ও শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও শিবগঞ্জ পৌর কাউন্সির শামছুদ্দোহা শামীম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশন সম্পাদক সোহেল আক্তার মিঠু, জেলা যুবলীগ সহ সভাপতি খায়রুল ওয়াহেদ খান শাহেদ, জেলা যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম রনি, ফারুক হোসেন, আহমেদ বাবু, তুষার শেখ, উপজেলা যুবলীগ সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোমিনুল ইসলাম লিটন চৌধুরী, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফারুক মন্ডল, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইমরান নাজির, পৌর যুবলীগ সভাপতি আজিজুল হক মিলন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, যুবলীগ নেতা মাসুদ রানা সোহেল, খন্দকার ইমরান হোসেন, মোজাহার হোসেন লাজু, রেজোয়ানুর রহমান পিন্টু, এস.এম তৌহিদ, আব্দুল মতিন, জয়নাল আবেদিন, আইনুল মন্ডল, পান্না মিয়া প্রমুখ।
আকাশজমিন/এসআর