রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

গুলশানে অগ্নিকাণ্ড : নিহতের সংখ্যা বেড়ে ২

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ৫:৩১ pm

আকাশজমিন ডেস্ক: রাজধানীর গুলশান-২ নম্বরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে সোমবার সকালে আরো একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দু’জনে দাঁড়িয়েছে।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে আহত রাজু মিয়া শিকদার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উপ-কমিশনার আরো জানান, রোববার সন্ধ্যায় ওই বহুতল ভবনে ছড়িয়ে পড়া আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুনে পুড়ে মারা যান ওই ১২তলা ভবনে কর্মরত আনোয়ার হোসেন।

এছাড়া নয়জন পুরুষ, ১২ জন নারী ও এক শিশুসহ মোট ২২ জনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে গুলশান-২-এর একটি ১২তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র : ইউএনবি

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD