আকাশজমিন ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চলে আবার ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্প হয়।
শুধু তুরস্কেই নয়; ভূমিকম্পটি অনুভূত হয়েছে সিরিয়া, মিশর ও লেবাননেও। খবর রয়টার্স ও বিবিসির।
এদিকে এএফপির একজন সাংবাদিক আতঙ্কের দৃশ্য বর্ণনা করে বলেন, নতুন করে হওয়া ভূমিকম্পে বিধ্বস্ত শহরের আকাশে ধুলোর মেঘ উড়তে দেখা গেছে। অনেক বেশি ক্ষতিগ্রস্ত ভবনগুলোর দেয়াল ভেঙে পড়েছে এবং বহু মানুষ আহত হয়ে সাহায্য প্রার্থনা করেন।
এর আগে ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এতে শুধু তুরস্কেই ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আকাশজমিন/এসআর