বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

চবিতে একুশের প্রথম প্রহরে ছাত্রলীগের সংঘর্ষ

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ৪:৫১ am

আকাশজমিন ডেস্ক: রুম দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

এসময় চবি ছাত্রলীগের বগি ভিত্তিক উপগ্রুপ বিজয়ের নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নিয়েছে একটি পক্ষ।

অপরদিকে বিজয় গ্রুপের আরেকটি পক্ষ চবির কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থান নিয়েছে।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে দুই পক্ষের অনুসারীরা।

ঘটনাস্থলে পুলিশ থাকলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাওকে দেখা যায়নি। ফলে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ।

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD