রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যত আয়োজন

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ১:২১ pm

আকাশজমিন প্রতিবেদক ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার ঐতিহাসিক দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বিশেষ কর্মসুচী পালন করছেন। বিশেষ করে সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল এবং বাংলাদেশ বেতারসহ বিভিন্ন এফএম রেডিও বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। আজকের দিনে সাংস্কৃতিক আয়োজনের খবরা খবর নিয়ে এই প্রতিবেদন।

শিল্পকলা একাডেমি : মহান ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘বিশ্বের সব মাতৃভাষা রক্ষা করবে বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে অমর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে আজ দিনব্যাপী নানা পরিবেশনা রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩টা থেকে-৫টা পর্যন্ত ‘বিশ্ব মায়ের সুর-ছন্দ-সংগীত-বাণী’ শিরোনামে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন বিশ্বের বিভিন্ন ভাষাভাষির ৬৭ জনের বেশি বিদেশি শিল্পী। বিকাল ৩টায়.কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিদেশি অতিথি ও শিল্পীরা। জাতীয় সংগীতের পাশাপাশি পরিবেশিত হবে বিভিন্ন দেশের ভাষায় নৃত্য, কবিতা ও সঙ্গীত পরিবেশনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকাল ৬-৩০মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত রয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের নানা ভাষাভাষির শিল্পীরা এই সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।

বিটিভি: আজ সকাল ৬টায় সরাসরি সম্প্রচার করা হবে প্রভাতফেরির অনুষ্ঠান। এছাড়া দিনব্যাপী রয়েছে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘অহংকারের একুশ’, সংগীতানুষ্ঠান ‘বর্ণমালা’, শিশুতোষ অনুষ্ঠান, প্রামাণ্যানুষ্ঠান ‘একুশ মানে মাথা নত না করা’, স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তির অনুষ্ঠান, বাংলা ভাষায় বিদেশিদের অংশগ্রহণে বিশেষ আলোচনানুষ্ঠান, নৃত্যনাট্য ‘আমার বর্ণমালা’, আলোচনানুষ্ঠান ‘কথা সাহিত্যে অমর একুশ’ ও একুশের বিশেষ নাটক ‘ভুল সিদ্ধান্ত’।

এনটিভি: সকাল ৬-১৫ মিনিটে বিটিভির সৌজন্যে সরাসরি ‘প্রভাত ফেরি’, সকাল ৮-৪৫ চলচ্চিত্র ‘ রূপসা নদীর বাঁকে’, বেলা ১টায় শারমিন লাকির উপস্থাপনায় পঞ্চকন্যা আবৃত্তি রেপার্টরির ‘আগুন রঙের পাখি’, বেলা ১-৩০ ‘আমার ভাষা আমার অস্তিত্ব’। রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘গহীনের আলো’। মনি হায়দারের রচনায় এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। অভিনয় করেছেন আবুল হায়াত, এফ এস নাঈম, নাজিয়া হক অর্ষা, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার, শিশির আহমেদ প্রমুখ। ‘তিতলি ভালোবাসে যুক্তকে। যুক্ত খুব প্রানবন্ত এক ছেলে। চাকরি করে। তিতলি মাস্টার্স শেষ করে গবেষণা করছে ভাষা আন্দোলনের ওপর। গবেষণা করতে গিয়ে তিতলি আবিষ্কার করে ভাষা আন্দোলনের একজন নায়ক মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশকে। তর্কবাগীশ ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তর্কবাগীশ প্রসঙ্গে তিতলি ও যুক্ত’র মধ্যে ঝগড়া বাধে। রাস্তায় হাঁটতে হাঁটতে তিতলি দেখতে পায় তর্কবাগীশ ওর সঙ্গে হাঁটছে। গবেষণার শিক্ষক অরিন্দম রায় সাহায্য করে তিতলিকে। ওকে নিয়ে বায়ান্ন সালে যেখানে যেখানে ভাষা আন্দোলন হয়েছিল, সেইসব জায়গায় যায়। একদিন রিকশায় যাবার সময় তাদের দেখে ফেলে যুক্ত। ঝগড়া হয় ওদের। তিতলি গবেষণা প্রতিবেদন লিখে জমা দেয় শিক্ষক অরিন্দমের কাছে। অন্যদিকে যুক্ত বিদেশে যাবার চেষ্টা করে। ভালো অভিসর্ন্দভের জন্য ডিগ্রী অর্জন করে যুক্ত। খুশি হয়ে তিতলি যায় যুক্তর কাছে। যুক্তর অভিমান ভাঙে না। চলে আসে তিতলি। রাতে যুক্তর কাছে আসেন তর্কবাগীশ। বোঝায় যুক্তকে। যুক্ত পরের দিন যায় তিতলির কাছে। তিতলি আর যুক্ত ফুল নিয়ে যায় শহিদ মিনারে। দূর থেকে দেখছে তর্কবাগীশ।’

চ্যানেল আই: আজ সকাল ৭-৩০ মিনিটে সরাসরি ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে অংশ নেবেন প্রিয়াংকা গোপ, অনিমা রায় এবং জয়ন্ত চট্টপাধ্যায়। বেলা ১২-০৫ মিনিটে ‘একুশের কবিতা’, ১২-৩০ মিনিটে ‘তারকা কথন’, বেলা ২-৪০ মিনিটে বাংলাদেশের ভাষা আন্দোলনের ওপর নির্মিত চলচ্চিত্র ‘ফাগুণ হাওয়ায়’, সন্ধ্যা ৬-৪০ মিনিটে সরাসরি ‘বইমেলা’, রাত ৭-৫০ মিনিটে বিশেষ নাটক ‘অঙ্গীকার’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। রাত ১০টায় ‘মেট্রোসেম টু দ্য পয়েন্ট’। রাত ১১-৩০ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনায় ও উপস্থাপনায় ‘প্রকৃতির ভাষা’ এবং ‘ভালোবাসা দিবস ও প্রকৃতি’।

মাছরাঙা: আজ রাত ১০-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘অক্ষর স্বাক্ষর’। কচি খন্দকারের রচনা ও পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মুসাফির সৈয়দ বাচ্চু, মায়মুনা, মিলন ভট্টাচার্য, কচি খন্দকার, শিশুশিল্পী তাজিন, তাশিনসহ আরও অনেকে। ‘অক্ষর স্বাক্ষর’ নাটকে দেখা যাবে অক্ষর স্বাক্ষর জমজ ভাই। ‘বাংলার ভবিষ্যৎ’ নামে একটি স্কুলের ছাত্র তারা। সহপাঠী অচিন্ত, হিমাদ্রী, পিটারদের সঙ্গে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে। ভিন্ন ভিন্ন ধর্মের হলেও তাদের মধ্যে চমৎকার সৌহার্দ, সম্প্রীতি রয়েছে। সবার ধর্মীয় উৎসবে প্রদীপ প্রজ্জ্বলনের বিষয়টি দেখে স্বাক্ষরের মধ্যে একটা উপলদ্ধি হয়, সব ধর্ম অন্ধকার দূর করে আলোর পৃথিবী গড়তে চায়। এই আলো তার মাথার ভেতরে ঢুকে যায়। বন্ধুদের সঙ্গে আলোচনা করে সে সিদ্ধান্ত নেয় একদিন সবাই মিলে আলো জ্বালাবে। চিন্তা-ভাবনা করে ২১ ফেব্রুয়ারি দিনটিকে বেছে নেয় তারা। স্কুলের প্রিন্সিপালের কাছে অনুমতির জন্য যায়। প্রিন্সিপাল তাদের পরিকল্পনাটি সহজভাবে নিতে পারেননি। এ নিয়ে শিক্ষকদের মধ্যেও মতবিরোধ হয়। দুইজন শিক্ষক স্বাক্ষরকারীদের পক্ষ নেয়। ছাত্রদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রিন্সিপালকে প্রভাবিত করার চেষ্টা করেন তারা। অন্য শিক্ষকরা এর বিপক্ষে অবস্থান নেন। অনেক আলোচনা, বিতর্কের পর শেষ পর্যন্ত স্বাক্ষরকারীদের জয় হয়। ছাত্র-শিক্ষক সবাই মিলে ২১ ফেব্রুয়ারিতে স্কুলের মাঠে আলোর প্রদীপ জ্বালিয়ে ভাষা শহিদদের স্মরণ করে।

বৈশাখী টিভি: আজ সকাল ৭-৪৫ মিনিটে দেশের গানের অনুষ্ঠান ‘জন্মভূমি’, সকাল ৮-২০ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’, সকাল ১০-১০ মিনিটে চলচ্চিত্র ‘জীবন সীমান্তে’, বেলা ২-৪৫ মিনিটে রয়েছে চলচ্চিত্র ‘আলোর মিছিল’। সন্ধ্যা ৬টায় নৃত্যানুষ্ঠান ‘রক্ত পলাশ তপ্ত শিমুল’। রবিউল হাসান সুজনের প্রযোজনায় অংশ নেবেন শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা ও একদল নৃত্যশিল্পী। রাত ১০টায় প্রচার হবে বিশেষ নাটক ‘ভাষা ও ভালোবাসা’। রফিকুল ইসলাম পল্টুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন লুৎফুন নাহার মৌসুমী। রাত ১২টায় রয়েছে চলচ্চিত্র ‘ডাণ্ডা মেরে ঠান্ডা’।

মঞ্চ:

উদীচী শিল্পীগোষ্ঠী : আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নাটক বিভাগের প্রথম যাত্রাপালা ‘বিয়াল্লিশের বিপ্লব’-এর মঞ্চায়ন হবে। মহান ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে প্রসাদকৃষ্ণ ভট্টাচার্য্য রচিত এ যাত্রাপালাটি নির্দেশনা দিয়েছেন প্রখ্যাত যাত্রাশিল্পী ও নির্দেশক, প্রয়াত ভিক্টর দানিয়েল। পালার সহযোগী নির্দেশক মোফাখখারুল ইসলাম জাপান। ১৯৪২ সাল বাংলাদেশ তথা ভারতবর্ষের রক্তক্ষরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। অগ্নিযুগের অগ্নিগর্ভ বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে বাংলার মৃত্যুপাগল যৌবন সেদিন যেভাবে দাবানলের মতো জ্বলে উঠেছিল, জীবনপণ করে নির্ভীক সৈনিকের মতো আমৃত্যু যুদ্ধ করেছিল ভারতবর্ষের স্বাধীনতার জন্যে, তাদেরই কিছু কাল্পনিক চরিত্রের সমাবেশ এ যাত্রায় চিত্রিত করার চেষ্টা করা হয়েছে। দেশজুড়ে যাত্রাশিল্পের যখন ভগ্ন দশা, তখন এরকম একটি কাহিনি নিয়ে উদীচীর শিল্পীকর্মীরা এ শিল্পকে পুনরুদ্ধারে এগিয়ে এসেছে।

গীতাঞ্জলি ললিতকলা একাডেমি : উত্তরার ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি আজ সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত উত্তরাস্থ বঙ্গবন্ধু মুক্তমঞ্চে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রভাতী পর্বে শিশু কিশোর চিত্রাংকনে প্রায় ৫ শতাধিক শিশু চিত্র শিল্পী মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অংকন করবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি বরেণ্য চিত্রশিল্পী আবদুস শাকুর শাহ্ ও বরেণ্য চিত্রশিল্পী মোহাম্মদ ইউনুস। অংশগ্রহণকারী শিশু চিত্রশিল্পীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হবে। বিকেলে রয়েছে গান, নাচ, আবৃত্তি, নাটকে দলীয় পরিবেশনায়। এ সময় প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান।

আকাশজমিন/এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD