আকাশজমিন প্রতিবেদক।। অবশেষে ‘সাপ্তাহিক আকাশজমিন’ পত্রিকা এবং সাপ্তাহিকটির অনলাইন ভার্সন তার স্থায়ী ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। আজ মহান একুশে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকার নতুন এবং স্থায়ী অফিসে কার্যক্রম শুরু হয়। রাজধানীর কাকরাইল মোড়ের ১৮৫ ‘নাভানা রহিম আর্ডেন্ট ভবন’ এ (লেভেল-৭) বরণ্যে রাজনীতিবিদ, ব্যবসায়ী, বরেণ্য সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ‘সাপ্তাহিক আকাশজমিন’ পত্রিকার প্রকাশনা এবং অনলাইন বিভাগের কার্যক্রম শুরু করা হয়।
আজ শুভ এই মাহেন্দ্রক্ষণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের শিল্প সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের প্রথিতযশা ব্যক্তিবর্গ। পাশাপাশি অনাড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সাপ্তাহিক আকাশজমিন’ পত্রিকার সম্পাদক মীর লিয়াকত আলী এবং পত্রিকাটির প্রকাশনা বিভাগ এবং অনলাইন বিভাগের কর্মকর্তা সংশ্লিষ্ট অন্য বিভাগে কর্মরত সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পত্রিকাটির সার্বিক সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে পত্রিকাটি সব সময় কাজ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
আকাশজমিন/এসএ