আকাশজমিন ডেস্কঃ ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় মারকাযুল মাদীনা আল-লতিফী আল ইসলামী ঢাকার ছাত্র শেখ হাফেজ মাহমুদুল হাসান আশরাফী তৃতীয় স্থান অধিকার করেছেন।
বুধবার এ পুরস্কার ঘোষণা করা হয়। এসময় অন্ধ হাফেজের কপালে চুমু খান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
চোখে আলো নেই! তাতে কি। অন্তরের আলো দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজয় করা যায়। তাই করে দেখালেন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।
হাফেজ মাহমুদুল হাসান আশরাফীর বাবার নাম হাফেজ শেখ এনামুল হোসেন আশরাফী। চোখে আলো না থাকলেও ৩ বছরে পবিত্র কুরআন শরীফ মুখস্ত করে হাফেজ হয়েছেন তিনি। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আদমপুর ইউনিয়নে আশরাফীর গ্রামের বাড়ি।
আকাশজমিন/এসআর