বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে নির্মিত ‘অবিনশ্বর’ প্রামাণ্য চলচ্চিত্রের প্রিমিয়ার

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:২৩ pm

আকাশজমিন প্রতিবেদক।। ভাষার মাসে ভাষা আন্দোলনের রূপকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের লড়াই ও সংগ্রামের উপর নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র ‘অবিনশ্বর’। নির্মাণ করেছেন ফাখরুল আরেফিন খান। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে গড়াই ফিল্মসের প্রযোজনায় এই প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৬-৩০মিনিটে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে প্রামাণ্য চলচ্চিত্রের প্রথম প্রদর্শিত হবে।

প্রিমিয়ার শো’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম। এছাড়াও অনুষ্ঠানে সুশীল সমাজ, সাংস্কৃতিক অঙ্গন ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি আইনজীবী সমাজকর্মী, ভাষা সৈনিক। যে দেশ বিভাগের আগে ভারতীয় উপমহাদেশের ভারত অংশে এবং পরে পূর্ব পাকিস্তানে রাজনীতিবিদ হিসেবে তিনি সক্রিয় ছিলেন। তিনি পাকিস্তান গণপরিষদের অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করেছিলেন। ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাক বাহিনী ও তার দোসররা ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর ছোট ছেলে দিলীপকুমার দত্তকে ধরে নিয়ে যায় এবং ময়নামতি সেনানিবাসে নিয়ে নির্যাতন করে তাঁদের হত্যা করা হয়। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ধীরেন্দ্রনাথ দত্তের অবদান চিরস্মরণীয়। প্রামাণ্যচিত্রের মূল উদ্দেশ্য হল বাংলা ভাষার এই মহান সৈনিককে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা এবং বাংলা ভাষার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনাকে পৌঁছে দেয়া।

আকাশজমিন/এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD