বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উদযাপন করেন পটুয়াখালীর বাউফল উপজেলার সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়। সুবর্ন জয়ন্তী উপলক্ষে দুই দিন ব্যাপী নানান আয়োজন করা হয়েছে।
বৃহস্পিতবার (২৩ ফেব্রুয়ারি) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সবুর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ও প্রাক্তন ছাত্র সরদকর আজম মোহাম্মাদ, বিএডিসির উপ-পরিচালক ও প্রাক্তন ছাত্র রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নামজুল হক, বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মোসারেফ হোসেন প্রমুখ।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান বিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা ঘটে।
আকাশজমিন/এসআর