বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় নিহত ৫ বাংলাদেশির পরিচয় মিলেছে

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ৮:২৩ pm

আকাশজমিন ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে লরিচাপায় পাঁচ বাংলাদেশি নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার স্থানীয় সময় ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি ফেনীর বিভিন্ন এলাকায়।

এদের মধ্যে ইসমাইল হোসেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের মো. শরিয়ত উল্যাহ ও জাহেদা খাতুনের ছেলে। অপরদিকে রাজু আহমেদ দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর, একই উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মো. মোস্তফা কামাল (৪০) এবং আবুল হোসেন ও নাজিম হোসেন সোনাগাজী উপজেলার চরমজলিশপুরের অধিবাসী। এদের মাঝে আবুল হোসেন ও নাজিম সম্পর্কে পিতা-পুত্র।

দাগনভূঞার জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন পরিবারের বরাত দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এরা সবাই ভিসাসংক্রান্ত প্রয়োজনে কেপটাউন যাচ্ছিলেন। পথিমধ্যে মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মাইক্রোবাসকে চাপা দিলে এ ঘটনা ঘটে।

এদিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন জানান, খবর শুনে আমরা বিরলীতে ইসমাইলের বাড়িতে ছুটে যাই এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি।

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD