আমতলী (বরগুনা) সংবাদদাতা: তালতলীতে বরযাত্রী আসার আগেই কনের বাড়ীতে ইউএনও সিফাত আনোয়ার টুম্পা উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে তালতলী উপজেলার শিকারীপাড়া গ্রামে। এ ঘটনার এলাকায় চা ল্যের সৃষ্টি হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার টুম্পা বলেন, উপজেলার শিকারীপাড়া গ্রামের দশম শ্রেনীর এক ছাত্রীকে পার্শ্ববর্তী ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের এক যুবকের সাথে শুক্রবার বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে কনের বাড়ীতে বরযাত্রী উপস্থিত হওয়ার আগেই আমি উপস্থিত হই।
কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০১৭ এর ৮ ধারায় কনের বাবাকে দুই হাজার টাকা জরিমানা এবং একই সাথে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা দেন কনের বাবা।
আকাশজমিন/এসআর