বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: সাবেক চীফ হুইপ ও সংসদীয় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি বলেছেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আওয়ামী লীগ সরকার ব্যাপক কাজ করেছেন। শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি, শিক্ষার্থীদের বিনামূল্যে বই, স্কুল কলেজ মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানাগারসহ অসংখ্য উন্নয়নমুলক কাজ শেখ হাসিনার সরকার করেছেন। আওয়ামী লীগই একমাত্র শিক্ষা বান্ধব সরকার।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের ৫৫তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
আ.স.ম ফিরোজ বলেন, শেখ হাসিনা শুধু শিক্ষা নয়, দেশের চিত্রই পাল্ট দিয়েছেন। সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। দেশের মানুষের ভাগ্যে বদলে গেছে। মানুষের আয় বেড়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারও দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিব। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসবে।
নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ঊইং কমান্ডার (অবঃ) খ.ম মশিউর রহমান লাভলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান, নওমালা ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বিশ্বাস প্রমুখ।