আকাশজমিন ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় ছেলেকে দাফন করে এসে আধা ঘণ্টার মধ্যে মারা গেলেন বাবাও।
সোমবার দুপুর আড়াইটার দিকে ছেলে আলী আকবরের (২৮) লাশ দাফন শেষ করে বাড়ি আসেন ফারুক মিয়া (৭৫)। বেলা ৩টার দিকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আলী আকবরের ভাগ্নে ফারুক মিয়া জানান, রোববার বিকালে উপজেলার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিসপুর গ্রামের বাড়ি থেকে আলী আকবরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সোমবার আকবরের লাশ দাফন শেষ করে বাড়ি আসেন ফারুক মিয়া। বেলা ৩টার দিকে তিনিও মারা।
ফারুক মিয়া বলেন, মামা দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। এর আগেও তিনি দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ছয় মাস আগে মামীও মারা গেছেন।
ওসমানীনগর থানার ওসি এস এম মাঈন উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলী আকবর আত্মহত্যা করেছেন। মরদেহের ময়নাতদন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে সম্পন্ন হয়েছে।
আকাশজমিন/এসআর