সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

শিবগঞ্জে ডেকোরেটর ব্যবসায়ীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৫৫ pm

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ আমতলী গ্রামের আমজাদ হোসেনের ছেলে মিতা ডেকোরেটারের স্বত্বাধিকার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক দখলীয় জমি জোড়পূর্বক দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার শিবগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, আমার বাবার পৈত্রিক সূত্রে প্রাপ্ত বাড়ি সংলগ্ন অবস্থিত ৩ শতক জায়গা গত ৪০ বছর যাবৎ আমরা ভোগ দখল করে আসছি।

উল্লেখিত জমির দলিলপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র আমাদের নামে রয়েছে। যাহার জমির দাগ নং- ৭৭১/৭৭৫, ২০২৮। হঠাৎ করে একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে কামাল হোসেন, জামাল হোসেন সহ ১০/১৫ জন একত্রিত হয়ে গত ২৫ ফেব্রুয়ারি উল্লেখিত জমি জবর দখল করতে আসে।

তাদেরকে বাঁধা দিতে গেলে তারা মারমুখী আচরণ করে এবং একপর্যায়ে হামলা চালিয়ে আব্দুল খালেক, জাহিদুল ইসলাম ও মিতা খাতুন কে বেধরক ভাবে মারপিট করে আহত করে। আহতরা বগুড়া শজিমেকে চিকিৎসা নিয়েছেন ।

প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ার কারণে দফায়, দফায় তারা আমাদের উপর হামলা চালায়। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংশার জন্য ডাকলেও তারা এ বিষয়ে কোন কর্ণপাত করে না। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতিপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল খালেকের স্ত্রী নাসরিন আক্তার ডেজি।

 

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD