বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

আসছে নচিকেতা-তাপসের নতুন গান

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩ ১১:৪২ am

আকাশজমিন প্রতিবেদক।। পৃথিবীজুড়ে অনেক আগেই বাংলা ভাষাভাষি মানুষের মন কেড়ে নিয়েছেন, তিনি বাংলা গানের কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তী। সেই নচিকেতা আসলেন বাংলাদেশে গাইতে। তবে এবার অন্যরকম গানে-আয়োজনে। বাংলা গানের হাওয়া বদলের কারিগর তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে নতুন গানে কণ্ঠ দিলেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি গান-গল্প আড্ডার মাঝেই গানের রেকর্ড করা হয়। গানটিতে ব্যবহৃত হয়েছে নচিকেতার একটি কবিতাও। নচিকেতাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তাপস।

অন্যদিকে তাপসের সঙ্গে গান-আড্ডায় মেতে উঠেছেন নচিকেতাও। তিনি বলেন, আমি আসার আগে তাপসের উইন্ড অব চেঞ্জ-এর কাজগুলো দেখেছি। আমি অভিভুত। বাংলা ভাষার গানগুলোকে নতুন করে প্রাণ দিয়েছে সে। সাক্ষাতে এসে মনে হয়েছে- অনেক শিল্পীর সাথেই সঙ্গত করেছি, থেকেওছি কিন্তু তাপসের মতো এরকম এনার্জিটিক লোক আমি ৪৫ বছর আগে দেখেছিলাম। ৪৫ বছর আগে যাকে দেখেছিলেন তাকে দেখেছিলাম আয়নায় (নিজেকে)। তারপর এই ছেলেটাকে দেখছি।

গানটি প্রসঙ্গে তিনি বলেন, এরই মধ্যে একটা গান তৈরি হয়েছে। গানটার মধ্যে আমার একটা কবিতাও গেল। আমি যে ধরণের গান সচরাচর গেয়ে থাকি এ গানটা সেরকম নয়। এ গানটা একদম অন্যরকম। গানটা আপনাদের শুনতে হবে। ”

তাপস বলেন, স্বপ্নটা সত্যি হচ্ছে। আমি নচিকেতার দারুণ ভক্ত। তার গান বাংলা গানকে সমৃদ্ধ করেছে, আমার মতো বহু তাপসকে এমনকি যারা বাংলা গানকে ভালোবাসে তাদেরকে হয়তো বাঁচিয়ে রেখেছে তাঁর গানের একটি কথা। নচিকেতাকে পেয়ে কে কী করেছে জানি না, আমি কী করতে চাই তা আসলে কাজের মধ্য দিয়েই প্রকাশিত হোক। তিনি যদি আমার গানকে গ্রহণ করেন, তাহলে একসঙ্গে আরও অনেক কিছু করার প্রত্যাশা রাখছি।

গানবাংলা সূত্রে জানা যায়, নচিকেতার কণ্ঠে এক বা একাধিক গানের এই নতুন চমক খুব শিগগিরই টিএম রেকর্ডসের ব্যানারে মিউজিক ভিডিও আকারে প্রকাশ হতে যাচ্ছে।

আকাশজমিন/এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD