বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

ফের পুরস্কৃত হলেন গীতিকবি সুজন হাজং

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩ ১১:৫১ am

আকাশজমিন প্রতিবেদক।। বিষয়ভিত্তিক গান তৈরিতে দেশে নিরলস কাজ করে যাচ্ছেন গীতিকবি সুজন হাজং। বিশেষ বিশেষ দিন উপলক্ষে গান লিখে নিজস্ব অর্থায়নে সেগুলো পেশাদার সঙ্গীত পরিচালকদের দিয়ে সুর করাচ্ছেন। অতঃপর জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে তুলে দিচ্ছেন সেসব গান। গত কয়েক বছরে বাংলাদেশ-ভারতের স্বনামধন্য সব কণ্ঠশিল্পীরা সুজন হাজংয়ের গানে কণ্ঠ দিয়েছেন।

বিষয়ভিত্তিক গানে বিশেষ অবদান রাখায় এ বছর ‘আনন্দ লহরী পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২২’ এর বিশেষ পুরস্কার পেলেন সুজন হাজং। গত ২৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘আনন্দ লহরী পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২২’এর অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে তিনি এ পুরস্কারগ্রহণ করবেন।

সুজন হাজং এর লেখা বিষয়ভিত্তিক গানের মধ্যে বেশ কিছু তুমুল প্রশংশিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে নচিকেতার কণ্ঠে ‘ভোরের সূর্য‘ ও শুভমিতার কণ্ঠে ‘আবার এসো পিতা’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে অবন্তী সিঁথি’র কণ্ঠে ‘আমাদের বঙ্গমাতা’, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বেলাল খান ও আতিয়া আনিসার কণ্ঠে ‘আলোকবর্তিকা’ ও কিশোর, লিজা, পুলক, পুতুলের কণ্ঠে ‘জনতার মঞ্চে’, শেখ রাসেলের জন্মদিনে অবন্তী সিঁথির কণ্ঠে ‘ভোরের আকাশ’, জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে সুবীর নন্দীর কণ্ঠে ‘ধানমন্ডির বত্রিশ নম্বর’, ফাহমিদা নবীর কণ্ঠে ‘পিতার রক্তে’ ও নিশিতা বড়ুয়ার কণ্ঠে ‘রক্তমাখা সিঁড়ি’ তার মধ্যে অন্যতম।

এ ছাড়া শেখ রাসেলকে নিয়ে সুজন হাজংয়ের কথায় ফাহমিদা নবীর ‘ছোট্ট রাসেল সোনা’, মুহিন খানের ‘রাসেল আমাদের স্বাধীনতা’, সুমন কল্যাণের ‘শেখ রাসেলের ক্রন্দন’, সুস্মিতা সাহার ‘রাসেল আমাদের বাংলাদেশ’ শিরোনামের হৃদয়স্পর্শী গানগুলোও শ্রোতাদের কাছে প্রশংসা পেয়েছে।

বিষয়ভিত্তিক আরো কিছু গান করেছেন সুজন হাজং। মুজিববর্ষ উপলক্ষে কিশোর, লুইপা, সাব্বির ও রন্টি দাশের কণ্ঠে ‘মুজিববর্ষ’, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অবন্তী সিঁথির কণ্ঠে ‘মুক্তির সংগ্রাম’ শহীদ দিবসে প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে ‘বাংলা মা’ ও যাদু রিছিলের ‘জেগে ওঠো’, স্বাধীনতা দিবসে ফাহমিদা নবীর ‘বাংলাদেশ’ ও সামিনা চৌধুরীর কণ্ঠে ‘বাংলার আকাশ’, বিজয় দিবসে সুস্মিতা সাহার ‘বিজয়’, বিশ্ব ভালোবাসা দিবসে ফাহমিদা নবীর ‘মনের মানুষ’ গানগুলো সুজন হাজংয়ের অনন্য সৃষ্টি।

পরিবেশ নিয়ে পপ গায়িকা মেহরীনের কণ্ঠে ‘লিভ অন আর্থ’ ও কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে নিয়ে সুমন কল্যাণের কণ্ঠে ‘বাংলার অহমিকা’ শিরোনামের বিষয়ভিত্তিক গানগুলো শ্রোতাদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। সুজন হাজংয়ের লেখা আওয়ামী লীগের উন্নয়ন ও সাফল্য নিয়ে সাব্বির ও লিজার কণ্ঠে ‘উন্নয়ন’ শিরোনামের গানটিও বহুল প্রচারিত।

হাজংরা এই উপমহাদেশে টংক, তেভাগা, হাতিখেদা, জমিদার প্রথা উচ্ছেদ, ব্রিটিশ বিরোধী আন্দোলনসহ একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে সক্রিয় ভূমিকা পালন করেন। সুজন হাজং এই সংগ্রামী হাজং জনগোষ্ঠী থেকে ওঠে আসা একজন প্রতিভাবান মেধাবী তরুণ গীতিকার। এর আগে তিনি সাহিত্য ও সংষ্কৃতিতে বিশেষ অবদান রাখায় সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১, সলীল চৌধুরী স্মৃতি পদক ২০১৯ (পশ্চিমবঙ্গ, ভারত), ডায়মন্ড হারবার প্রেস ক্লাব সম্মাননা (কোলকাতা ২০১৮), বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি পুরস্কার ২০১৯, জাতীয় সাহিত্য পদক ২০১৮, শেখ রাসেল স্মৃতি পাঠাগার পদক ২০১৭, বাউল সাধক কবি রশিদ উদ্দিন পদক ২০১৭, বাউল তরী পদক ২০১৮ ইত্যাদি পুরস্কারে ভূষিত হয়েছেন।

আকাশজমিন/এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD