শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা: শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
বুধবার দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা হাফিজার রহমান মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, আবাসিক মেডিকেল অফিসার ডা: বিপুল সরকার, জীবন বীমা কর্পোরেশন উন্নয়ন কর্মকর্তা শাহিন ইসলাম, শিবগঞ্জ মডেল ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড জেনারেল ম্যানেজার খলিলুর রহমান, সন্ধানী লাইফ ইন্সুরেন্স কো: লি: শিবগঞ্জ শাখা এ্যাসেস্ট্যান্ড জেনারেল ম্যানেজার জাহিদ ইসলাম জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, সহকারি প্রোগামার মাহফুজার রহমান, তথ্য কর্মকর্তা রোমানা আক্তার, শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং যায়যায়দিন উপজেলা প্রতিনিধি সাংবাদিক সোহেল আক্তার মিঠু।
আকাশজমিন/এসআর