আকাশজমিন প্রতিবেদক।। চলতি মার্চ মাসে আসছে প্রতিভাবান লেখিকা তানজীনা ফেরদৌসের লেখা একাধিক মৌলিক নতুন গান। দেশের বরেণ্য শিল্পীদের কন্ঠে গানগুলো নির্মাণ করবেন খ্যাতিমান সংগীত পরিচালকরা। তার গানগুলোতে সুর সংযোজন করেছেন নিউইয়র্ক প্রবাসী আশীষ দেবরায়। তার লেখা গানে কণ্ঠ দেবেন এই সময়ে অন্যতম প্রতিভাবান একাধিক শিল্পী। সব মিলিয়ে লেখার পাশাপাশি কিছু সুন্দর গান উপহার দিতে যাচ্ছেন তিনি।
প্রসঙ্গত লেখিকা তানজীনা ফেরদৌসের জন্ম যশোর জেলার চাঁচড়া ইউনিয়নের তাপসী ভাঙ্গা গ্রামে। বাবা স্থানীয় একটি কলেজের সহকারি অধ্যাপক, মা গৃহিনী। লেখাপড়া করেছেন যশোরের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়. ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে এবং সবশেষে ঢাকায় মোহাম্মদপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে আইনসহ স্নাতকোত্তর করেছেন। বর্তমানে ঢাকা জজকোর্টে আইন পেশায় নিয়োজিত তিনি।
আকাশজমিন/এসএ