রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষে যুবক নিহত

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ১১:৩৩ pm

ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত আরিফুর রহমান (২৮) পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা। সংঘর্ষের সময় তিনি নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন বলে তার স্বজনরা দাবি করেছেন। পঞ্চগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজেদুর রহমান চৌধুরী ইরান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, দুপুরে শহরের মসজিদপাড়া এলাকায় সংঘর্ষের সময় আরিফুরের মাথায় গুলি লাগে। তাকে প্রথমে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি বিবেচনায় আহমাদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধ করার অনুরোধ করা হয়েছে। তারা জলসা বন্ধ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়া আশ্বাস দিয়েছেন।

শুক্রবার আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান মুসল্লিরা। আজ দুপুর ২টার পর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জেলা শহরের চৌরঙ্গী মোড়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিজিবি সদরদপ্তরে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ থেকে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে এ ঘটনায় আহমদিয়া সম্প্রদায়ের অন্তত ৩০ থেকে ৪০টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালানা জলসার মিডিয়া সেলের কর্মকর্তা মাহমুদ আহমাদ। তিনি বলেন, ‘বিকেল থেকেই হামলা-অগ্নিসংযোগের ঘটনায় আমাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়।’

 

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD