মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন

পাকুন্দিয়ায় খতিবকে রাজকীয় বিদায়

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ১১:৩৫ pm

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদাতাঃ প্রায় শতাধিক মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি করে জাঁকজমকপূর্ণভাবে বিদায় দেওয়া হয়েছে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলাম কে। খতিব কে এমন বিদায়ে প্রশংসায় ভাসছে মসজিদ পরিচালনা কমিটি ও গ্রামবাসী।

খতিবের এমন সংবর্ধনা দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি আকন্দ বাড়ি জামে মসজিদ কমিটি ও গ্রামবাসী। তিনি এক-দুই বছর নয়, দীর্ঘ ৪৮ বছর খতিব ছিলেন।

মাওলানা সিরাজুল ইসলাম উপজেলার তারাকান্দি গ্রামের মাওলানা মিয়া হোসেনের ছোট ছেলে।

বিদায় সংবধর্না অনুষ্ঠানের মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় এবং মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহম্মদ, তারাকান্দি বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন, জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালেয়র প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রফিক, জামিয়া হুসাইনীর শাইখুল হাদিস মুফতি শহিদুল্লাহ্, তারাকান্দি বাজার মসজিদের খতিব রুহুল আমীন, সাবেক মেম্বার আব্দুল হান্নান, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

তারাকান্দি আকন্দ বাড়ি জামে মসজিদের ক্যাশিয়ার ফেরদৌস আলম জানান, মাওলানা সিরাজুল ইসলাম ১৯৭৫ সালে আমাদের মসজিদে খতিব হিসাবে দায়িত্ব গ্রহণ করে। দীর্ঘ ৪৮ বছর তিনি আমাদের মসজিদে সততার সাথে দায়িত্ব পালন করেন। আমাদের মহল্লার মানুষের সাথে তিনি মিশে গেছেন। তার এ বিদায় বেলায় আমরা গ্রামবাসী মিলে খতিব সাহেবকে একটু সম্মান দেয়ার চেষ্টা করছি। আল্লাহ মাওলানা সিরাজুল ইসলাম কে নেক হায়াত দান করুন।

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD