সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু ভারতীয়দেরও আদর্শ: ভারতীয় হাইকমিশনার

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ১১:৪৪ pm

আকাশজমিন ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা। দুদেশের সুসম্পর্ক বজায় রাখতে এটি আমাদের অনুপ্রাণিত করবে। তিনি শুধু বাংলাদেশের নয়, ভারতীয়দের জন্যও আদর্শ। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের জাতির পিতার সমাধিতে এসে হৃদয় থেকে শ্রদ্ধা জানাই। তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন এ দেশের মানুষের অধিকার আদায় ও সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। বঙ্গবন্ধুর সমগ্র জীবনীতে উৎসর্গ আছে।

প্রণয় ভার্মা আরও বলেন, দুদেশের জনগণ সম্মিলিত হয়ে কাজ করেছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে। উভয় রাষ্ট্র কঠোর সংগ্রাম ও আত্মত্যাগের ফলে তাদের স্বাধীনতা পেয়েছে। তাই আগামীতে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে।

এসময় ভারত হাইকমিশনারের দুই সচিব, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD